• রবিবার, ১৯ মে ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ
আদালতের জরিমানা

# মোস্তফা কামাল :-

করোনার বিস্তার নিয়ন্ত্রণে প্রতিদিনের মত ১ জুলাই বুধবার কিশোরগঞ্জ জেলা সদরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হক ও মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নগুয়া বাসস্ট্যান্ড ও সার্কিট হাউজ এলাকায় গিয়ে পৌরসভার অনুমোদনহীন অটোরিকশাকে শহরে প্রবেশে বাধা প্রদান করেন। এসময় অনুমোদন ছাড়া শহরে প্রবেশ ও স্বাস্থ্যবিধি অমান্য করে যাত্রী ওঠানোর দায়ে ১০টি অটোরিকশাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মাস্ক ছাড়া অহেতুক ঘোরাফেরা করার দায়ে ৮ জনকে ১৬শ’ টাকা জরিমানা করা হয়। এসময় পথচারীদের মাঝে বিনামূল্যে কিছু মাস্ক বিতরণও করা হয়। পুলিশ বিভাগ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে। প্রতিদিন এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *