• রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পর্শে নির্মাণ শ্রমিকের মৃত্যু কিশোরগঞ্জে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন ভৈরবে খাঁজা ফুড প্রোডাক্টসকে ২ লক্ষ হক অটো মুড়ি ফ্যাক্টরিকে ১ লক্ষ ও মোল্লা ফুড প্রোডাক্টসকে ১ লক্ষ টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ভৈরবে ডেভিল হান্ট অপারেশনে কৃষকলীগ ও ছাত্রলীগ নেতা আটক কৃষক নেতার অপমানের প্রতিবাদে মানববন্ধন মাও. ফরিদ উদ্দীন মাসউদের এসলাহুল এজতেমা বাতিল আড়াই বছর পর ভৈরব পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন কৃষক লীগ নেতাসহ দু’জন কারাগারে নয়া দিগন্তের কুলিয়ারচর সংবাদদাতা মুহাম্মদ কাইসার হামিদ এর মাতা আর নেই বাজিতপুর উপজেলা আইনজীবী সমিতির সভাপতি সাকের, সম্পাদক ফাত্তাহ

বছরে অর্ধকোটি টাকার চারা বিক্রি হয় তাঁর

বছরে অর্ধকোটি টাকার
চারা বিক্রি হয় তাঁর

# মোস্তফা কামাল :-
সফল নার্সারি ব্যবসায়ী নূরুল হক। প্রায় ১০ একরের বিশাল দু’টি নার্সারী। উৎপাদন করেন ফুল, ফল, বনজ, ওষুধি, সবজি আর মসলা জাতীয় চারা। কিশোরগঞ্জ ছাড়াও ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগসহ দেশের বিভিন্ন জেলার নার্সারী ব্যবসায়ীরা তাঁর কাছ থেকে চারা নিয়ে যান। বছরে বিক্রি করেন প্রায় অর্ধকোটি টাকার চারা।
করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের দরগাভিটা এলাকার নূরুল হক নার্সারী করেছেন পার্শ্ববর্তী জাফরাবাদ ইউনিয়নের মালিবাড়ি এলাকায় কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের পাশে। নাম দিয়েছেন ‘হক উদ্যান নার্সারী’। শনিবার গিয়ে দেখা গেছে, অসংখ্য প্লট তৈরি করে আলাদা আলাদা জাতের চারা সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছেন। কেউ প্যাকেটে চারা স্থাপন করছেন, কেউ এক জায়গা থেকে অন্য জায়গায় চারা স্থানান্তর করছেন, কেউ ওষুধ স্প্রে করছেন। নার্সারীতে প্রায় ৩০০ জাত রয়েছে। এগুলির অধিকাংশই গ্রাফটিং করা কলমের চারা। কিছু বীজের চারাও রয়েছে। নার্সারীতে ২০ জন শ্রমিক কাজ করেন। অধিকাংশ চারা নূরুল হকের নার্সারীতেই তৈরি করা হয়। মাঝে মাঝে অন্যান্য নার্সারীতেও চারা তৈরি করেন। এখানে ২ টাকা থেকে ২ হাজার টাকা দামের চারা পাওয়া যায়। মরিচের চারা ২ টাকা, আবার রাম্বুটান, রঙ্গানসহ কিছু বিদেশি ফল ও কিছু আমের কলম বিক্রি হয় ২ হাজার টাকায়।
নার্সারীতে রয়েছে গোলাপ, জবা, নয়নতারা, চন্দ্রমল্লিকা, গাঁদাসহ বিভিন্ন জাতের ফুলের চারা। এসব চারায় হাজারও ফুল ফুটে আছে। গোলাপ, জবা এবং গাঁদা রয়েছে বিভিন্ন রঙের। এসব ফুলে নানা বর্ণের প্রজাপতিদের বসে মধু আহরণ করতেও দেখা গেছে। ফুল ভালবাসেন না, এমন মানুষ পৃথিবী তল্লাশি করে পাওয়া যাবে না। বয়স, সম্প্রদায়, জাতি নির্বিশেষে সবাই ফুল ভালবাসেন। বিয়ে হোক, জন্মদিন হোক, সংবর্ধনা হোক, রাজনৈতিক-অরাজনৈতিক অনুষ্ঠান হোক, এমনকি আনন্দ বা শোক দিবসই হোক, এখন সর্বত্রই ফুলের ব্যবহার বেড়েছে। তাই ফুলের বাণিজ্যিক চাষাবাদও বেড়েছে।
একটা সময় পর্যন্ত কেবল দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু জেলায় ফুল ও ফলের বাণিজ্যিক আবাদের কারণে সেসব জেলায় ফুল-ফলের নার্সারী করা হতো। এখন দেশের সর্বত্রই বাণিজ্যিক ফুল-ফল চাষ বেড়েছে। এর জন্য এসব গাছের চারা তৈরির নার্সারীর সংখ্যাও বেড়েছে। এর ফলে স্থানীয় চাহিদার একটি বড় অংশ স্থানীয় বাগানগুলো থেকেই পূরণ হচ্ছে। সরকারিভাবে উদ্যান তত্ত্ব বিভাগের উদ্যোগে চারা উৎপাদন হচ্ছে অনেক আগে থেকেই। পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে বেসরকারি উদ্যোগেও চারা উৎপাদনের প্রচুর নার্সারী গড়ে উঠেছে। জেলা সদরসহ উপজেলা পর্যায়েও এসব নার্সারী গড়ে উঠেছে। জেলা উদ্যানতত্ত্ব বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় সরকারি তিনটি নার্সারীর পাশাপাশি বেসরকারি প্রায় ৫০টি নার্সারী রয়েছে।
হক উদ্যান নার্সারীতে দেখা গেছে, পলিথিনের ছোট্ট ব্যাগে, সিনথেটিক বস্তায়, মাটির টব আর ড্রাম টবে এসব চারা উৎপাদন করা হচ্ছে। এর মধ্যে ছোট ছোট পলিথিনের ব্যাগে উৎপাদন করা হচ্ছে নানা জাতের ফুল, সবজি ও মসলা জাতীয় চারা। এখন শীতকাল অধিকাংশ চারায় বাহারি মৌসুমি ফুল ফুটে আছে। আর এসব ফুলের কারণেই যেন পুরো নার্সারীটি আলাদা নান্দনিক আকর্ষণ তৈরি করছে। বাহারি ফুল যেন পুরো নার্সারীর এক ধরনের দৃষ্টিনন্দন অলঙ্করণ। ড্রাম টবে মূলত উৎপাদন করা হয় ফলের চারা। এগুলি মূলত গ্রাফটিং কলমের চারা। আর অনেক টবের আমের চারায় বোল এসেছে। শ্রমিক রুমন জানান, তাঁরা ২০ জন শ্রমিক শীত, গ্রীষ্ম আর বর্ষা নেই, সারা বছরই নার্সারীতে কাজ করেন। এখানে তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। পরিবার পরিজন নিয়ে মোটামুটি চলতে পারছেন। নার্সারীর মালিক নূরুল হককে দেখা গেছে, নিজেই স্প্রে মেশিন নিয়ে নার্সারীতে আগাছা নাশক তরল ওষুধ মেডিসিন স্প্রে করছেন। তিনি জানান, পুরো প্লটের আগাছা পরিষ্কার করার জন্য শ্রমিক এনেছিলেন। ৫ হাজার টাকায়ও রাজি হয়নি। এখন ১১শ’ টাকার ওষুধ স্প্রে করে আগাছা দমন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *