• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জের দু’টি ফাঁকা আসনে মনোনয়ন চূড়ান্ত বিএনপির মনোনয়ন ঘোষণায় বিস্মিত হলেন জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা কিশোরগঞ্জে এনসিপির কমিটি সাংগঠনিক সম্পাদক বলছেন পুনর্গঠন না হলে কবর রচনা চড়ুই পাখির আবাস নেই, বসবাস পরিষেবার তারে গহিন হাওরের ভাঙন কবলিত একটি ইউনিয়নে সেতু দাবি এক ইউনিয়নে ৫ শতাধিক রেমিট্যান্স যোদ্ধা, কারিগরি জ্ঞান থাকায় বেতন পান অন্য শ্রমিকদের প্রায় তিনগুণ ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব ভৈরব এর কমিটি গঠন সভাপতি মোস্তাক, সাধারণ সম্পাদক হাফিজ কটিয়াদীতে এক যুবককে কুপিয়ে হত্যা কিশোরগঞ্জে স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে বাসের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু স্মার্ট ফোন এখন জীবনের অংশ সাইবার আক্রমণ মোকাবেলার সক্ষমতা অর্জন করতে হবে

কটিয়াদীতে কৃষকরা আনন্দে আমন ধান কাটছে

# সারোয়ার হোসেন শাহীন :-
মৌসুমের শুরুতেই পর্যাপ্ত বৃষ্টিপাত, আবহাওয়া অনুকূলে থাকা এবং পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় কিশোরগঞ্জের কটিয়াদীতে এবার আমনের বাম্পার ফলন হয়েছে। ধান কাটা ও মাড়াইয়ে পুরো ব্যস্ত সময় পার করছেন এখানকার কৃষাণ-কৃষাণীরা। যেন পুরো উপজেলাজুড়ে উৎসব বইছে।
কৃষকরা বলেছে, কার্তিক মাসের শেষ দিকে আমন কর্তনের উপযোগী সময়। অগ্রহায়নের শুরু থেকেই পুরোদমে চলে কাটাই ও মাড়াই। অন্য ধানের তুলনায় আমন চাষ লাভজনক। কম খরচ কৃষকেরা অধিক পরিমাণে ফলন পেয়ে থাকেন। তাছাড়া এ মৌসুমে খড়ের দামও থাকে বেশ চড়া। কাজেই ধান ও খড় বিক্রি করে কৃষকরা বেশ লাভবান হয়ে থাকেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এ বছর ১২ হাজার ৩০০ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। আমন চাষ মূলত বৃষ্টি নির্ভর। মৌসুমের শুরুতেই পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত হওয়ায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় এবছর আমনের বাম্পার ফলন হয়েছে। তাছাড়া পোকামাকড় ও ইঁদুরের আক্রমণ দমনে আগাম প্রস্তুতি হিসেবে মাঠে ছিলেন কৃষি কর্মকর্তারা। তারা পোকার আক্রমণ পাওয়া মাত্র শনাক্ত শেষে কৃষকদের ওই পোকা দমনের কীটনাশক প্রয়োগের পরামর্শ দেন। পাশাপাশি ফসলকে ইঁদুরের হাত থেকে রক্ষা করতে ফাঁদ ব্যবহারে উদ্বুদ্ধ করেন। এতে পোকামাকড়ের আক্রমণ তেমন বিস্তার না হওয়ায় এবং ইঁদুরের উপদ্রব কম হওয়ায় কৃষকরা ভালো ফলন পেয়েছেন। কর্তনের শুরুতেই হেক্টরপ্রতি ৫ দশমিক ৩ টন ফলন পাওয়া যাচ্ছে। বাজারে ধানের দর ভালো থাকায় এবং খড়ের ব্যাপক চাহিদা থাকায় কৃষকেরা বেশ লাভবান হবেন বলে আশা করা হচ্ছে।
সরেজমিনে উপজেলার জালালপুর, লোহাজুড়ি, মসুয়া, চান্দপুর, আচমিতা, করগাঁও, সহস্রাম ধুলদিয়া, মুমুরদিয়া ও বনগ্রাম এলাকা ঘুরে দেখা গেছে, মাঠজুড়ে ফসলের সমারোহ। পাকা ধান রোদের আলোতে ঝিকঝিক করছে আর বাতাসে দুলছে। কৃষকেরা মনের আনন্দে দলবেঁধে ধান কাটছেন। কেউবা আবার মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন। বসে নেই গ্রামের নারীরাও। পুরুষের পাশাপাশি তারাও উৎসবমুখর পরিবেশে মাড়াইকৃত ধান ঘরে তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
কটিয়াদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, আমন চাষ একটি লাভজনক চাষবাদ। কম খরচে কৃষকেরা ভালো ফলন পেয়ে থাকেন। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং পোকামাকড়ের বিস্তীর্তি না বাড়ায় ও ইঁদুরের উপদ্রব ঠেকাতে ফাঁদ ব্যবহার করায় কৃষকেরা কাঙ্খিত ফলন পেয়েছেন। বাজারে ধান এবং খড়ের ভালো দাম থাকায় কৃষকরা আর্থিকভাবে বেশ লাভবান হবেন। কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসল নির্বিঘ্নে ঘরে তুলতে পারেন সেজন্য মাঠ পর্যায়ের কর্মকর্তারা নিরলসভাবে কাজ করছেন।
কটিয়াদী উপজেলা কয়েকজন কৃষকের সাথে কথা বললে তারা জানান, এ বছর আমন ধানের বাম্পার ফলন হয়েছে এবং আমরা মনের আনন্দে ধান কাটতে পারতেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *