# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ৬ চাল ব্যবসায়ীকে অনুমোদনের অতিরিক্ত চাল মজুদ, ক্রয় রসিদ দেখাতে না পারা এবং বাড়তি দামে চাল বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত ১১ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন। আজ রোববার দুপুরে জেলা শহরের বড়বাজারে নেজারত ডেপুটি কালেক্টর রওশন কবীর ও সহকারী কমিশনার মোছা. আজিজা বেগমের নেতৃত্বে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় আদালতকে সহায়তা করেন সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা আবু সালেহ মো. হাসান শাহরিয়ার ও পুলিশ বাহিনীর সদস্যগণ।