# মোস্তফা কামাল :-
ছাত্র-জনতার সাম্প্রতিক নজিরবিহীন এক দফার আন্দোলনের ফলে জনজীবনের অনেক খাতেই ছন্দপতন ঘটেছে। দেশের পর্যটন এলাকাগুলোতেও এর মারাত্মক বিরূপ প্রভাব পড়েছে। ব্যতিক্রম নয় কিশোরগঞ্জের হাওরের পর্যটন খাতও। এখন ভরা বর্ষা মৌসুম। আর বর্ষা মৌসুমেই দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক আসেন হাওরের অপার নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে আর দৃষ্টিনন্দন অলওয়েদার সড়ক দেখতে।
সাম্প্রতিক আন্দোলনে নিরাপত্তা ব্যবস্থা যেমন ভেঙে পড়েছিল, যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছিল। যে কারণে কিশোরগঞ্জের হাওরাঞ্চলে পর্যটকদের কোলাহল বলতে গেলে মধ্য জুলাই থেকেই হারিয়ে গেছে। একটি নতুন সরকার ক্ষমতায় বসে সবকিছু স্বাভাবিক করার চেষ্টা করলেও এখনও পর্যটকদের মধ্যে আতঙ্ক কাটেনি। যে কারণে খুব কম পর্যটকই এখন হাওরে আসছেন। বলা যায় ২০ ভাগও এখন আসছেন না।
পর্যটকরা সাধারণত হাওরের চারটি প্রবেশদ্বার বলে খ্যাত করিমগঞ্জের বালিখলা ঘাট, চামটা নৌবন্দর, নিকলীর বেড়িবাঁধ এবং বাজিতপুরের পাটলি ঘাট দিয়েই হাওরে যান। দূরদুরান্তের পর্যটকরা বাস, মাইক্রোবাস আর মোটরসাইকেল নিয়ে ছুটে আসতেন এসব ঘাটে। আর এসব ঘাটে নোঙর করা থাকে শত শত সুসজ্জিত ইঞ্জিনচালিত নৌকা। এসব নৌকা ভাড়া করেই পর্যটকরা হাওর দর্শনে বের হন। আবার বহু পর্যটক ট্রেনে বা বাসে কিশোরগঞ্জে এসে অটোরিকশায় করে এসব ঘাটে যান। আবার জেলার স্থানীয় পর্যটকরাও অটোরিকশায় চেপে এসব ঘাটে যান। কিন্তু এখন পর্যটনকেন্দ্রিক অটোরিকশা চালকদেরও আয় কমে গেছে।
পর্যটনকে কেন্দ্র করে এসব ঘাটে প্রচুর খাবার হোটেল গড়ে উঠেছে। হোটেলগুলোরও এখন দুরবস্থা। হাওর এলাকা মূলত আষাঢ় মাসের মাঝামাঝি থেকে ভাদ্র মাসের মাঝামাঝি পর্যন্ত পর্যটনের জন্য মোক্ষম সময়। এসময় হাওরের অপরূপ সৌন্দর্য তার ডালি মেলে ধরে। এর মধ্যে আবার পর্যটনের সবচয়ে উপযোগী সময়টা গেছে গত এক মাস।
শুক্রবার বালিখলা ঘাটে গিয়ে দেখা গেছে, পুরো ঘাটে সুনশান নিরবতা। পর্যটক নেই বললেই চলে। সারিবদ্ধভাবে পড়ে আছে পর্যটনের নৌকাগুলো। অল্প কয়েকটা ইঞ্জিনচালিত নৌকা হাওরের বিভিন্ন উপজেলার নিয়মিত যাত্রী পরিবহন করছে।
কথা হয় করিমগঞ্জ সদরের বড়পাড়া এলাকার অটোচালক অনিক ও উপজেলার গাবতলি এলাকার মুর্শেদের সাথে। তারা জানালেন, পর্যটনের সুদিনের সময় যে পরিমাণ যাত্রী পেতেন, এখন এর ২০ ভাগও পান না। তাদের আয় কমে গেছে।
কথা হয় করিমগঞ্জের হাওর অধ্যুষিত সুতারপাড়া ইউনিয়নের চন্নাগাঁও এলাকার মাঝি রুবেল মিয়া ও সাউগলি গ্রামের মাঝি আল আমিনের সাথে। তারা প্রায় ১২ বছর ধরে নৌকা চালাচ্ছেন। তারা জানান, পর্যটনের সুদিনের সময় দৈনিক ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা আয় করতেন। গত এক মাসে সেটা নেমে এসেছে তিন থেকে চার হাজারে। সারাদিন অপেক্ষায় থেকেও পর্যটক পাওয়া যায় না। সংসার চালানো দায় হয়ে গেছে। এখন আন্দোলনের সংঘাত সংঘর্ষ থেমে গেছে। ফলে তারা সুদিনের প্রত্যাশা করছেন। যদিও এখন হাওরে পানিতে টান ধরেছে। হয়ত বড়জোর ১৫ দিন পর্যটক আসবেন।
ঘাটের ভাটি বাংলা রেস্টুরেন্টের মালিক মো. আনসার উল্লাহ জানালেন, যখন ভাল পর্যটক আসতো, তখন দৈনিক অন্তত ৫০ হাজার টাকা বিক্রি হতো। এখন সময় খারাপ যাচ্ছে। দৈনিক ১৫ হাজার টাকায় নেমে এসেছে। হাওরের দেউড়ী নামে রেস্টুরেন্ট মালিক মো. সাইফুল্লাহ জানিয়েছেন, তিনিও ভাল মৌসুমে দৈনিক অন্তত ৩০ হাজার টাকা বিক্রি করতেন। এখন সেটা নেমে এসেছে চার হাজারে।
কথা হয় ময়মনসিংহ থেকে সপরিবারে আসা পর্যটক গণমাধ্যম কর্মী আলম ফরাজীর সাথে। তিনি বললেন, ‘আমি জানতাম বালিখলা ঘাট পর্যটকের পদচারণায় মুখরিত থাকে। তিল ধারণের ঠাঁই থাকে না। কিন্তু বর্তমান চিত্র দেখে আমি হতাশ। তবে একটা বিষয়ে স্বস্তিও পাচ্ছি, এখন এত পর্যটকের ধাক্কাধাক্কি ঠেলাঠেলি নেই। একটু আরামেই ভ্রমণটা উপভোগ করতে পারবো।’