• মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরের ১১ ইউনিয়নে চলছে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ভৈরবে ড্রেজার দিয়ে খাল থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে অর্থদণ্ড পাকুন্দিয়ায় পথচারীদের মাঝে ছাত্রদলের ইফতার বিতরণ অধিগ্রহণকৃত প্রাথমিক শিক্ষকদের স্মারকলিপি কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে আছে স্টেশনে, যাত্রীদের চরম দুর্ভোগ করিমগঞ্জ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ মো. সিদ্দিক উল্লাহ কমলপুর পশ্চিমপাড়া যুব সংঘের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত মা-বাবাকে মারধরের অভিযোগে মাদকাসক্ত ছেলেকে ৩ মাসের সাজা টিকটকে আসক্ত কিশোরীকে মোবাইল টিপতে মা বাধা দেয়ায় ফাঁসিতে আত্মহত্যা রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ বিরাজ করছে উত্তেজনা

ইউপি উপনির্বাচনে এক দলের তিনজনে লড়াই, পদবী নিয়ে আছে তর্ক

ইউপি উপনির্বাচনে এক
দলের তিনজনে লড়াই
পদবী নিয়ে আছে তর্ক

# মোস্তফা কামাল :-
আগামী ২৭ জুলাই কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচন। চার প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ থেকেই ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন তিনজন। তবে একজনের দলীয় পদ পরিচয় নিয়ে চলছে বিতর্ক। দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হলেও এক প্রার্থী সেই পদের পরিচয় ব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে। এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন পদত্যাগ করে এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হয়েছেন। এ কারণে ইউপি চেয়ারম্যান পদটি শূন্য হয়েছিল।
অভিযোগ উঠেছে, উপনির্বাচনে চশমা প্রতীকের প্রার্থী মুজিবুর রহমান বৌলাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। সর্বশেষ ২০২১ সালের ইউপি নির্বাচনে তিনি নৌকার প্রার্থী আওলাদ হোসেনের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন। সেই কারণে দলের পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এখনও সেই সিদ্ধান্ত বহাল আছে বলে জানিয়েছেন আওলাদ হোসেন। অথচ মুজিবুর রহমান অন্যায়ভাবে এখনও সেই পদের পরিচয় দিচ্ছেন বলে জানিয়েছেন আওলাদ হোসেন। মুজিবুর রহমানকে এ ব্যাপারে প্রশ্ন করলে বলেন, ‘তখনতো আওলাদ হোসেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন না। সভাপতি ছিলেন অ্যাডভোকেট আতাউর রহমান। তারা দলীয় পদ থেকে আমাকে অব্যাহতি দেননি।’ এদিকে আতাউর রহমানকে এ ব্যাপারে প্রশ্ন করলে জানান, বিদ্রোহী প্রার্থী হওয়ার কারণে মুজিবুরকে তখন রেজুলেশন করে দলের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে কেন্দ্রীয়ভাবে এসব অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছিল।
আসন্ন উপনির্বাচনে মোটরসাইকেল প্রতীকে লড়ছেন বৌলাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন, আনারস প্রতীকে লড়ছেন জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমনের বড়ভাই জেলা ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন মোল্লা বাবুল এবং অটোরিকশা প্রতীকে লড়ছেন অপর প্রার্থী শহীদুল ইসলাম। মোশারফ হোসেন মোল্লাও গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওলাদ হোসেনের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন।
নির্বাচন যতই ঘনিয়ে আসছে, প্রার্থী ও তাদের সমর্থকরা পরস্পরের বিরুদ্ধে সমালোচনায় ততই মুখর হয়ে উঠছেন বলে জানা গেছে। একই দিন পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়াম্যান পদেও উপনির্বাচন হচ্ছে। এখানকার চেয়ারম্যান এমদাদুল হক জুটন পদত্যাগ করে গত উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হয়েছেন। ফলে চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যাওয়ায় উপনির্বাচন হচ্ছে। এখানে প্রার্থী হয়েছেন সাতজন।
এদিকে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুর্শেদ আলম জানিয়েছেন, দুই ইউনিয়নেই আসন্ন উপনির্বাচনে ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) দিয়ে ভোটগ্রহণ করা হবে। এর জন্য যাবতীয় প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *