• শনিবার, ০৪ মে ২০২৪, ১০:০৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
যে সমস্ত কাজ করলে আল্লাহর গযব বা অভিশাপ নেমে আসে (শেষ পর্ব); সংকলনে : ডা. এ.বি সিদ্দিক হোসেনপুরে টিসিবির স্মার্ট কার্ড বিতরণ করছেন সৈয়দা জাকিয়া নূর এমপি সামসুল ইসলাম করিমগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুলিয়ারচরে নির্মাণ শ্রমিক ইউনিয়নের মে দিবসে র‌্যালি কুলিয়ারচরে মহান মে দিবসে সিএনজি শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালি ও সভা অবশেষে গ্রেপ্তার হলো আলোচিত বাল্কহেডের চালক ভৈরবে নূরানী কয়েল ফ্যাক্টরীতে আগুনে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি ভৈরবে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার হোসনপুরে শ্রমজীবী মানুষের মাঝে শরবত ও ঠান্ডা পানি বিতরণ শতাধিক দুর্ঘটনায় অর্ধডজন প্রাণহানি; হোসেনপুরে তিন রাস্তার সংযোগস্থল যেন মরণফাঁদ

ভৈরবে নারী সংক্রান্ত বিষয় নিয়ে বাকবিতণ্ডে দু’পক্ষের সংঘর্ষে ১২ জন আহত

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে নারী সংক্রান্ত বিষয় নিয়ে বাকবিতণ্ডের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ১২/১৪ জন আহত হয়েছে। আজ ২৩ এপ্রিল মঙ্গলবার বিকালে উপজেলার শ্রীনগর তেয়ারীরচর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতথ্য নিশ্চিত করেছে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম।
স্থানীয়রা জানান, দুদিন আগে তেয়ারীরচর গ্রামের খালাসি বাড়ির বাবু মিয়া ও সিরার বাড়ির জয়নাল মিয়ার নাতির মধ্যে নারী সংক্রান্ত বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে মঙ্গলবার বিকেলে খালাসি বাড়ি ও সিরার বাড়ির মধ্যে সংঘর্ষ বাধে। পরে খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে এসে দু’পক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন। এসময় উভয় পক্ষের ১২ জন আহত হয়। আহতরা হলেন, রুস্তম মিয়া, নজরুল, দুধ মিয়া, সবুজ মিয়া। এরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বাকীরা ভৈরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র কর তেয়ারীরচর গ্রামের দুই বংশের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে এলাকায় কোন ধরণের সংঘর্ষের ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশ মোতায়েন রয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *