# রাজন সরকার :-
“নারী সমঅধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৮ মার্চ শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু।
বড় আজলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা হাবিব সুমি’র সঞ্চালনায় অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শামছুন্নাহার আপেল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারজানা জামান পূনম, চরফরাদী ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান, নারী নেত্রী আয়েশা আক্তার জাগন, শাহানা বেগম, এনজিও প্রতিনির্ধি মেহেরুন্নেছা মৌসহ জনপ্রতিনিধি, সাংবাদিক, জেন্ডার প্রমোটার, কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থীদের নিয়ে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।