• শনিবার, ১৮ মে ২০২৪, ০৯:২৮ অপরাহ্ন |
  • English Version

ভৈরবে ভ্রাম্যমাণ আদালতে ১৮ জনকে জরিমানা

ভৈরবে ভ্রাম্যমাণ আদালতে
১৮ জনকে জরিমানা

# আফসার হোসেন তূর্জা :-

করোনাকালীন সময়ে মানুষের মাঝে সচেতনতার বৃদ্ধির লক্ষে নিয়মিত অভিযান হিসেবে আজ (১৪ জুন) রোববার ভৈরবে মাস্ক না পরে অহেতুক ঘুরাফেরা করায় ১৮ জনকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ভৈরব পৌর শহরের চকবাজার, দুধবাজার, রাণীর বাজার ও ফেরীঘাট এলাকায় পথচারীদের সচেতন করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা বলেন, ভৈরবে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। মৃত্যুর সংখ্যাও বাড়ছে। তারপরও মানুষের মাঝে কোন রকম সচেতনতা নেই। মাস্ক পড়া সরকারিভাবে নির্দেশনা থাকলেও কেউই তা মানছে না। মানুষ মাস্ক না পরে অহেতুক রাস্তায় ঘুরাফেরা করছে। আজও ১৮ জনকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় সবাইকে করোনা প্রতিরোধে ঘরে থাকতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *