• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৬:৪০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে নিরাপদ সড়ক চাই নিসচা ভৈরব শাখার পরিচয় পত্র বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠিত পাকুন্দিয়ায় নির্বাচনে ফলাফল কারচুপির অভিযোগ, ভোট পুনঃগণনার দাবি রেনু’র জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকীর আলোচনায় পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি কুলিয়ারচরে জিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ স্কুল ছাত্র খুনের আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার ঝড়ে বিভ্রাট লোডশেডিং কমে গেছে অটোরিকশা প্রতিটি ভোট কেন্দ্রই ফাঁকা দেখা গেছে আপডেট নিউজ ; ভৈরবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও বাজারের আধিপত্য নিয়ে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে আহত শতাধিক ভৈরবে জাইকার উদ্যোগে ড্রেন নির্মাণ কুলিয়ারচরে দ্বিতীয় ধাপে বেসিক কম্পিউটার ও সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত

করিমগঞ্জে দোকানের সামনে মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে দু’পক্ষের দফায় দফায় মারা মারামারি, আহত ৬

# দিলোয়ার হোসাইন :-
কিশোরগঞ্জের করিমগঞ্জে মরিচখালী বাজারে দোকানের সামনে মোটরসাইকেল পার্কিংকে নিয়ে কথা কাটাকাটির জেরে দু’পক্ষের মধ্যে দফায় দফায় মারামারি ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। ২৮ ফেব্রুয়ারি বুধবার রাত ৮টার দিকে মরিচখালী বাজার সনজিল মার্কেটের সামনের এলাকায় এ মারামারি ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মরিচখালী বাজারের স্টেশনারী ব্যবসায়ী হাইদুল ভূঁইয়া দোকানের সামনে একদল যুবক মোটরসাইকেল পার্কিং করেছিল। এক পর্যায়ে হাইদুল ভূঁইয়া ছেলের মিঠু দোকানের সামনে মোটরসাইকেল পার্কিং করতে নিষেধ করাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এসময় উরদিঘী ফাল্গুনী মেলায় আগত সয়েরবাড়ি ও কান্দাইল এলাকার কিছু যুবক দোকানে গিয়ে গাছের ডাল নিয়ে হামলা চালায়। এরপরও দু’পক্ষের মধ্যে দফায় দফায় মারামারি ঘটে। উরদিঘী গ্রামের মামুনের কপাল ফেটে যায় বলে জানা যায়। গাছের ডাল দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন। পরে যুবকরা মারামারিতে জড়িয়ে পড়েন। উভয় পক্ষের যুবকরা বিক্ষিপ্তভাবে মরিচখালী বাজার সনজিল মার্কেট চত্বরে মারামারিতে জড়ান। এছাড়াও ৫ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী মাসুদ বলেন, গাছের ডাল দিয়ে মারধর করে মাথা ফাটায় এবং জখম করেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *