• রবিবার, ১৯ মে ২০২৪, ১২:৪৬ পূর্বাহ্ন |
  • English Version

মিলাদ মাহফিল শেষে মনোনয়ন ফরম জমা দেন নাজমুল হাসান পাপন এমপি

# এম.আর রুবেল :-
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম দাখিল করেন বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন এমপি।
আজ ২৯ নভেম্বর বুধবার বেলা ১২টার দিকে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের হতে মনোনয়ন ফরম জমা দেন তিনি।
মনোনয়ন ফরম দাখিলের সময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, সাবেক রাষ্ট্রপতির একান্ত সচিব শাখাওয়াত উল্লাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান মোশতাক আহমেদ বুলবুল, উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল মনসুর, শহর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি তালাওয়াত হোসেন বাবলা, যুগ্ম-সম্পাদক খুলিলুর রহমান খলিল, সাংগঠনিক সম্পাদক মো. শেফাত উল্লাহ, সহ-প্রচার সম্পাদক মোশারফ হোসেন মুছা,
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবদুল হেকিম রায়হান, সাধারণ সম্পাদক আফজাল হোসেন জামাল, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শামীম আহমেদ খোকন, সাধারণ সম্পাদক রাকিব রায়হান, যুবলীগ আহবায়ক অলিউল ইসলাম অলি, যুগ্ম-আহবায়ক অরুন আল আজাদ, ইকবাল হোসেন, আরমান উল্লাহসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১১টায় নাজমুল হাসান পাপনের নিজস্ব বাসভবন আইভি ভবনের সামনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় নাজমুল হাসান পাপন এমপি আগামী ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের মাধ্যমে নৌকায় ভোট চান এবং দোয়া কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *