• রবিবার, ১৯ মে ২০২৪, ০২:০১ পূর্বাহ্ন |
  • English Version

হোসেনপুরে জেল হত্যা দিবসের আলোচনা সভা

জেলা হত্যা দিবসে হোসেনপুরের গোবিন্দপুরে আলোচনা সভা -পূর্বকণ্ঠ

হোসেনপুরে জেল হত্যা
দিবসের আলোচনা সভা

# নিজস্ব প্রতিবেদক :-
জেল হত্যা দিবস উপলক্ষে হোসেনপুরের গোবিন্দপুরে আলোচনা সভা হয়েছে। সৈয়দ নজরুল ইসলামের সন্তান মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলামের পক্ষ থেকে আজ ৩ নভেম্বর সন্ধ্যায় গোবিন্দপুরে জেলা হত্যা দিবসের এই আলোচনা সভাটি করা হয়।
সাবেক সেনা সদস্য মো. সুলতান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রমিক লীগ নেতা হারেছ মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মানিক মিয়া, ছাত্রলীগ নেতা বদরুল মিয়া, মাওলানা সিরাজ উদ্দিন, হাফেজ ইসহাক মিয়া প্রমুখ।
পঁচাত্তরের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে সরকারের হেফাজতে থাকা অবস্থায় সৈয়দ নজরুল ইসলাম, তজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামানকে খন্দকার মুশতাকের নির্দেশে গুলি করে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছিল। শহীদ সৈয়দ নজরুল ইসলাম কিশোরগঞ্জের কৃতি সন্তান। তিনিসহ জাতীয় চার নেতা বঙ্গবন্ধুর অবর্তমানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। তখন সৈয়দ নজরুল ইসলাম ছিলেন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *