• রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:৩৩ পূর্বাহ্ন |
  • English Version

বাজিতপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

#মোহাম্মদ খলিলুর রহমান :-
‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের বাজিতপুরে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৩ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ ১৫ অক্টোবর রোববার সকাল ১১টায় র্যা লির মাধ্যমে দিবসটি শুরু হয়। পরে সকাল সাড়ে ১১টায় উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন এর সভাপতিত্বে বিশ্ব হাত ধোয়া দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইন ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. ইসরাফিল জাহান, উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ মহিবুর রহমান খান প্রমুখ।
দিবসটির সূচনা ২০০৮ সাল থেকে। ওই বছর ১৫ অক্টোবর সুইডেনের স্টোকহোমে বিশ্ব পানি সপ্তাহে জিএইচপি বিশ্বব্যাপী আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে সাবান দিয়ে হাত ধোয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে সর্বপ্রথম এ দিবসটি পালন করা হয়। পরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দিবসটি প্রতি বছর পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্বব্যাপী জনসচেতনতা তৈরি ও উদ্বুদ্ধকরণের জন্য চালানো এটি একটি প্রচারণামূলক দিবস। বিশ্ব হাত ধোয়া দিবসের মূল লক্ষ্য সাবান দিয়ে হাত ধোয়ার একটি সাধারণ সংস্কৃতির সমর্থন ও প্রচলন করা, প্রতিটি দেশে হাত ধোয়ার বিষয়ের নজর দেয়া ও সাবান দিয়ে হাত ধোয়ার উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *