• রবিবার, ১৯ মে ২০২৪, ০২:৩১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ রোভার গ্রুপ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন কিশোরগঞ্জে পুকুর রক্ষার দাবিতে মহিলা পরিষদ মানববন্ধন করেছে আস্থা-৯৩ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ ভৈরবে র‌্যাব ক্যাম্পে নারীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছে না, থানায় অপমৃত্যু মামলা নবীনগরে ডা. শাহ আলম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ভৈরবে মেঘনা লাইফের মৃত্যুদাবির চেক প্রদান “হেলমেট নাই যার তেল নাই তার” বাস্তবায়নে মাঠে নেমেছে ভৈরব হাইওয়ে পুলিশ ভৈরবে র‌্যাবের হাতে আটক নারীর মৃত্যু খরা আর শিলাবৃষ্টির হানা বেপারিদের মাথায় হাত মোকাররম শোকরানা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান

কিশোরগঞ্জে রোডমার্চ উপলক্ষে ৪০ হাজার জমায়েতের আশাবাদ

বক্তব্য রাখছেন জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে রোডমার্চ
উপলক্ষে ৪০ হাজার
জমায়েতের আশাবাদ

# নিজস্ব প্রতিবেদক :-
বিদেশে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা, সরকারের পদত্যাগ, সংসদ বাতিল ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশব্যাপী বিএনপি’র রোডমার্চ কর্মসূচী চলছে। আগামীকাল রোববার বিকালে ময়মনসিংহ থেকে একটি রোডমার্চ কিশোরগঞ্জে এসে সমাপনী সমাবেশ করবে। এ উপলক্ষে কিশোরগঞ্জে বড় জমায়েতের প্রস্তুতি নেয়া হচ্ছে। জেলার ২১টি ইউনিট থেকে ৪০ হাজার নেতাকর্মীর সমাবেশ হবে বলে জানিয়েছেন জেলা বিএনপি’র সভাপতি শরীফুল আলম। আজ ৩০ সেপ্টেম্বর শনিবার দুপুরে দলের জেলা কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
তিনি জানিয়েছেন, আগমীকাল রোববার বিকালে ময়মনসিংহ থেকে কেন্দ্রেীয় নেতারা রোডমার্চ নিয়ে কিশোরগঞ্জে পৌঁছবেন বিকাল ৩টায়। এখানে শহরতলির লতিবাবাদ চক্ষু হাসপতালের সামনে বালুর মাঠে রোডমার্চ উপলক্ষে জেলার ২১টি ইউনিটের অন্তত ৪০ হাজার নেতাকর্মীর সামাবেশ হবে। রোডমার্চে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান, যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান নেতৃত্ব দেবেন বলেও শরীফুল আলম জানিয়েছেন। কিশোরগঞ্জের সমাবেশে সভাপতিত্ব করবেন জেলা বিএনপি’র সভাপতি শরীফুল আলম।
কিশোরগঞ্জে রোডমার্চ সমাপ্ত করে নেতৃবৃন্দ গাড়িবহর নিয়ে ঢাকায় ফিরে যাবেন। তবে এই রোডমার্চের সমাবেশের প্রস্তুতিতে এখন পর্যন্ত স্থানীয় পুলিশ বাহিনী কোন বাধা প্রদান করেনি বলে তাদেরকে ধন্যবাদ জানানো হয়েছে। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লাহ, আমিরুজ্জামান, শরীফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, পৌর বিএনপি’র সভাপতি আমিনুল ইসলাম আশফাক, সাধারণ সম্পাদক মাহবুব আলম, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি বাহার মিয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *