# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভার ৬৮ লাখ ২২ হাজার টাকার ১৫টি উন্নয়ন কাজের ঠিকাদার নির্ধারণে উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট রোববার সকাল সাড়ে ১১টায় পৌরসভার হলরুমে এ লটারি অনুষ্ঠিত হয়।
বাজিতপুর পৌরসভার মেয়র মো. আনোয়ার হোসেন আশরাফের সভাপতিত্বে উন্মুক্ত লটারী কার্যক্রমে উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ আকন্দ, সহকারী প্রকৌশলী মো. নওশাদ আলম, উপ-সহকারী প্রকৌশলী দেবজিত চন্দ্র দাস, পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাছিমা বেগম, ছালমা আক্তার, সেলিনা আক্তার খাতুন। পৌর কাউন্সিলর শওকত কামাল খান, মো. শফিকুল ইসলাম রাসেল, মো. রাসেল মিয়া, মো. হেলাল উদ্দিন, মুহাম্মদ আব্দুর রহিম, মো. কবিরুল ইসলাম, মুহাম্মদ আলী আকরাম, শওকত মিয়া, মো. শহিদ মিয়া, প্রশাসনের কয়েকটি দপ্তরের কর্মকর্তা ও ঠিকাদারগণ উপস্থিত ছিলেন।
পৌরসভা সূত্রে জানা যায়, ২০২২-২০২৩ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) ও পৌর রাজস্ব তহবিল থেকে ১৫টি উন্নয়ন কাজের টেন্ডার দেওয়া হয়।
বিভিন্ন উপজেলার ২৬ জন ঠিকাদার টেন্ডারে অংশগ্রহণ করে। বৈধ দরদাতাদের মধ্যে হতে উন্মুক্ত লটারির মাধ্যমে ঠিকাদার নির্ধারণ করা হয়েছে।