• শনিবার, ১৮ মে ২০২৪, ১১:৫২ অপরাহ্ন |
  • English Version

ভৈরব ৫টি খাবার প্রতিষ্ঠান ও একটি মসলা ফ্যাক্টরিকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অপরাধে তিনটি খাবারের হোটেল ও দুইটি মিষ্টান্ন ভান্ডার ও একটি মসলা ফ্যাক্টরিকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী (ভূমি) মোহাম্মদ ইকবাল হোসেন।
এ সময় সহযোগীতায় ছিলেন, ভৈরব পৌরসভা খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর নাসিমা বেগম ও ভৈরব থানা পুলিশ।
২ আগস্ট বৃহস্পতিবার দুপরে হোটেলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি, বিক্রি ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ভৈরব শহরের বটতলা রোড এলাকার দারুচিনি রেস্টুরেন্ট ম্যানেজার হাজী কাজল মিয়াকে ২৫ হাজার টাকা, দুধ বাজার আম্মাজান হোটেল মালিক স্বপন মিয়াকে ৫০ হাজার টাকা, আলমগীর হোটেল মালিক আলমগীরকে ২০ হাজার টাকা, টিনপট্টি এলাকায় ভগবতি মিষ্টান্নের মালিক দিলিপ দেবকে ২৫ হাজার টাকা, রমেশ মিষ্টান্নেরর মালিক নন্দন দাসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও হলুদপট্টি এলাকায় ভেজাল মসলা তৈরীর কারখানার মালিক হামিদুল মিয়াকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন জানান, ভৈরব শহরের খাবারের হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি হয় এমন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ ছাড়াও ভেজাল মসলা তৈরীর একাধিক অভিযোগের ভিত্তিতে একটি মসলা ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও বলেন, অভিযানে ভৈরব শহরের দারুচিনি খাবার হোটেল, আম্মাজান হোটেল, আলমগীর হোটেল, রমেশ মিষ্টান্ন, ভগবতি মিষ্টান্নকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ খাবার তৈরি, বিক্রি ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৫টি প্রতিষ্ঠানটিকে মোট ১ লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভেজাল ফ্যাক্টরি মালিক হামিদুল মিয়াকে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ২ সপ্তাহের জেলে প্রেরণের সাজা দেয়া হয়েছে। নিয়মিত অভিযান অব্যহত রাখতে বিভিন্ন অনিয়ম ও ভেজাল খাদ্য প্রস্তুতকারীদের তথ্য দিয়ে সহযোগীতা করার ভৈরবের সর্বস্তরে মানুষের প্রতি আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *