• শুক্রবার, ১৭ মে ২০২৪, ০১:২৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে সেবাইতদের প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হোসেনপুরে তীব্র গরমে ক্লাসেই অসুস্থ ৩০ শিক্ষার্থী জেমসের টাকা বাড়লেও স্থাবর সম্পদ কমে গেছে, অন্যজনের স্ত্রীর আয় বেশি দলীয় প্রতীকে দুই প্রার্থী দাঁড়িয়েছেন করিমগঞ্জে বিএনপি নেতাদের নির্বাচনী ভিডিও কেন্দ্রের নজরে পাকুন্দিয়ায় মিথ্যা ও সম্মানহানিকর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করিমগঞ্জে ৮ প্রার্থীর ৪ জনই আওয়ামী লীগের ‘আল্লাহ বাবাকে মাফ কর বাবাকে চিকিৎসা করাও’ ঐতিহ্যের স্মারক রাজশাহী জেলাঐতিহ্যের স্মারক রাজশাহী জেলাপ্রশাসন ২৫২ বছরে পদার্পণ কুলিয়ারচরে চারটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম

হোসেনপুরে শ্রেণিকক্ষে ঢুকে স্কুলছাত্রকে বেধড়ক মারপিট

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে তুচ্ছ ঘটনার জেরে চরপুমদী এপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র মো. মোয়াজ (১০) কে মারপিট করে আহত করেছে প্রতিপক্ষের এক অভিভাবক। ঘটনাস্থলেই ওই ছাত্রের গলা দিয়ে রক্ত বের হতে থাকলে তাকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সূত্রে জানা গেছে, ২৫ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলার চরপুমদী এপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত দুই শিক্ষার্থী খেলা করার সময় হঠাৎ ঝগড়ায় লিপ্ত হয়। বিষয়টি স্কুলের শিক্ষক নাজমা আক্তারসহ অন্যরা তাৎক্ষণিকভাবে মীমাংসা করে দেন। এরই ধারাবাহিকতায় ওই শিক্ষার্থীর পাষণ্ড পিতা উপজেলার চরপুমদী গ্রামের মো. নুরুল্লাহ (৩৫) শ্রেণিকক্ষে ঢুকে স্কুলছাত্র মোয়াজকে টেনে হেঁচড়ে বের করে মধ্যযুগীয় কায়দায় বারান্দার মেঝেতে ফেলে কিল, ঘুষি, লাথিসহ গলায় পা দিয়ে চাপা দেয়। এতে মোয়াজের গলা দিয়ে রক্ত বের হয়ে গুরুতর আহত হয়। বিষয়টি উপজেলা নিবার্হী অফিসার অনিন্দ্য মণ্ডলকে জানানো হয়েছে। এব্যাপারে তার পিতা উপজেলার রামপুর গ্রামের মো. বাবুল মিয়া হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
স্কুলের প্রধান শিক্ষক মো. শাহ্ আলম সেলিম জানান, ঘটনার সময় তিনি উপজেলা অফিসে গুরুত্বপূর্ণ কাজে সম্পৃক্ত ছিলেন। তবে সহকারী শিক্ষকদের কাছ থেকে বিষয়টি জেনে হাসপাতালে গিয়ে ছাত্রটিকে দেখেছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছেন।
উপজেলা শিক্ষা অফিসার মো. নূরুল ইসলাম জানান, বিষয়টি খুবই নিন্দনীয়। শ্রেণিকক্ষে ঢুকে এভাবে একজন অভিভাবক স্কুলছাত্রকে প্রহার করা খুবই দুঃখজনক ।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, স্কুল ছাত্র মোয়াজের পিতা অভিযুক্ত মো. নূরুল্লাহকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাই বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় কার্যকরী উদ্যোগ নেয়া হবে।
এ ব্যাপারে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) অনিন্দ্য মণ্ডল জানান, আহত স্কুলছাত্রের পিতা-মাতা সাক্ষাৎ করে ন্যায় বিচার চেয়েছেন। সে প্রেক্ষিতে তিনি বিষয়টি খতিয়ে দেখে সংশ্লিষ্টদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *