• রবিবার, ১২ মে ২০২৪, ০৬:১২ অপরাহ্ন |
  • English Version

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার বিচার দাবিতে বাজিতপুরে সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচী

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাজিতপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ জুন রোববার সকাল সাড়ে ১১টার দিকে বাজিতপুর উপজেলা রিপোর্টাস ক্লাবের উদ্যোগে সরারচর বাজারের রেলগেটের সামনে এ কর্মসূচী পালন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন, বাজিতপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শেখ মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাব্বির আহাম্মেদ মানিক, মানবজমিন পত্রিকার প্রতিনিধি হোসেন মাহবুব কামাল, আজকের পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ খলিলুর রহমান, ভাটির সাতকাহন পত্রিকার সহ-সম্পাদক সুখন দত্ত, আজকের বসুন্ধরা পত্রিকার প্রতিনিধি রাজ্জাকুন্নাহার সুমী, বাংলা টিভির প্রতিনিধি মো. খসরু মিয়া, এশিয়ান টিভির প্রতিনিধি মো. আল আমিন, সাংবাদিক মো আলী হোসেন, সাংবাদিক আব্দুল ছলিম প্রমুখ।
মানববন্ধনে বাজিতপুর উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা বলেন, যারা গোলাম রাব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যা করেছে তাদের সকলকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং সারাদেশের সকল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বিগত দিনে সাগর-রুনিসহ সাংবাদিক হত্যা-নির্যাতনের সুষ্ঠু বিচার হয়নি বলেই সাংবাদিকরা বার বার নির্মমতার শিকার হচ্ছে বলেও দাবি সাংবাদিকদের। সারাদেশে হত্যা-নির্যাতনের শিকার সকল সাংবাদিকদের সুষ্ঠু বিচার না হলে পেশাদায়িত্বের পাশাপাশি রাজপথে থাকার হুমকি দেন সাংবাদিকরা।
উল্লেখ্য, গত ১৫ জুন দুর্বৃত্তদের হামলায় আহত সাংবাদিক গোলাম রব্বানি নাদিম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ‘বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম’-এর জামালপুর জেলা প্রতিনিধি ছিলেন। একই সঙ্গে ‘একাত্তর টিভি’র বকশীগঞ্জ উপজেলা সংবাদ সংগ্রাহক হিসেবে কাজ করতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *