• রবিবার, ১৯ মে ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন |
  • English Version

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মানববন্ধন

দ্রব্যমূল্য কমানোর দাবিতে মানববন্ধন -পূর্বকণ্ঠ

রমজানে দ্রব্যমূল্য
নিয়ন্ত্রণে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
হোসেনপুরের গোবিন্দপুর বাজার এলাকায় বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন করেছে। আজ বুধবার সন্ধ্যায় হোসেনপুরের গোবিন্দপুর বাজার এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। কৃষক নেতা জমির উদ্দিনের সভাপতিত্বে দাবি সংবলিত ব্যানার-পোস্টার নিয়ে আয়োজিত মানববন্ধনে বক্তৃতা করেন আব্দুল হেলিম ও হারিস মিয়া।
বক্তাগণ বলেন, বিভিন্ন দেশে রমজানসহ ধর্মীয় উৎসবে দ্রব্যমূল্য হ্রাস পেলেও আমাদের দেশে তখন মূল্য উর্ধমুখি হয়। সরকারও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেয় না। এখনই ব্রয়লার মুরগি হয়ে গেছে ২৯০ টাকা কেজি। চাল হয়ে গেছে মানভেদে ৬০ থেকে ৮০ টাকা কেজি। চিনি, তেল, লবন, ডালসহ নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম সাধারণ মানুষের আওতার বাইরে। বক্তাগণ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গ্রাম-শহরের শ্রমজীবী জনগোষ্ঠীর জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *