• শুক্রবার, ১৭ মে ২০২৪, ০২:৫৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে সেবাইতদের প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হোসেনপুরে তীব্র গরমে ক্লাসেই অসুস্থ ৩০ শিক্ষার্থী জেমসের টাকা বাড়লেও স্থাবর সম্পদ কমে গেছে, অন্যজনের স্ত্রীর আয় বেশি দলীয় প্রতীকে দুই প্রার্থী দাঁড়িয়েছেন করিমগঞ্জে বিএনপি নেতাদের নির্বাচনী ভিডিও কেন্দ্রের নজরে পাকুন্দিয়ায় মিথ্যা ও সম্মানহানিকর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করিমগঞ্জে ৮ প্রার্থীর ৪ জনই আওয়ামী লীগের ‘আল্লাহ বাবাকে মাফ কর বাবাকে চিকিৎসা করাও’ ঐতিহ্যের স্মারক রাজশাহী জেলাঐতিহ্যের স্মারক রাজশাহী জেলাপ্রশাসন ২৫২ বছরে পদার্পণ কুলিয়ারচরে চারটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম

কিশোরগঞ্জে রোভারের ১৩ সদস্যের জেলা কমিটি

বক্তৃতা করছেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে রোভারের ১৩
সদস্যের জেলা কমিটি

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ১০ম ত্রিবার্ষিক কাউন্সিলের মাধ্যমে বাংলাদেশ স্কাউটস জেলা রোভারের ১৩ সদস্যের কমিটি গঠিত হয়েছে। জেলা প্রশাসককে পদাধিকারবলে সভাপতি ও বর্তমান সম্পাদক কামরুল আহসানকে পুনরায় সম্পাদক করে এ কমিটি গঠিত হয়।
আজ ২০ মার্চ সোমবার সকাল থেকে জেলা শিল্পকলা মিলনায়তনে জেলা প্রশাসক ও জেলা রোভারের সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে কাউন্সিল শুরু হয়। এতে জেলার সকল কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ রোভার লিডারগণ অংশ নেন। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে জেলা প্রশাসককে পদাধিকারবলে সভাপতি, বর্তমান সম্পাদক কামরুল আহসানকে পুনরায় সম্পাদক করে এ কমিটি গঠিত হয়। কমিশনার মনোনীত হয়েছেন সরকারি গুরুদয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর আনম মুশতাকুর রহমান।
কমিটিতে সহ-সভাপতি হয়েছেন কিশোরগঞ্জ ওয়ালি নেওয়াজ খান কলেজের অধ্যক্ষ মো. আল আমিন, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, কিশোরগঞ্জ হয়বতনগর এইউ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আজিজুল হক, হোসেনপুর আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মোসলেহ উদ্দিন খান ও মিঠামইন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফারুক সিদ্দিকী। পুনরায় যুগ্ম-সম্পাদক হয়েছেন সালমা হক।
কাউন্সিল অধিবেশনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কিশোরগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মো. ইমান আলী, ঢাকা রোভার অঞ্চলের দুই সহ-সভাপতি অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী ও অধ্যাপক আশরাফ উদ্দিন, সরকারি গুরুদয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর আনম মুশতাকুর রহমান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা স্কাউট সভাপতি ফারজানা খানম, জেলা রোভার সম্পাদক কামরুল আহসান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রোভার স্কাউট লিডার নাহিদ সুলতানা স্বর্ণা ও লীনা জান্নাত তালুকদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *