• শনিবার, ১৮ মে ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ন |
  • English Version

পাকুন্দিয়ায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

# রাজন সরকার :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। ৭ মার্চ মঙ্গলবার সকাল ১০টা থেকে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনেয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান, পৌর মেয়র মো. নজরুল ইসলাম আকন্দ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিছবাহ উদ্দিন ও মজিবুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক-সামাজিক সংগঠন।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব ও তাৎপর্য-শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, ভাইস-চেয়ারম্যান শামছুন্নাহার আপেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মিছবাহ উদ্দিন ও মুজিবুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *