• রবিবার, ১৯ মে ২০২৪, ১০:১২ পূর্বাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে বিএনপি’র গণমিছিলে নেতৃত্ব দেন আব্দুল আউয়াল মিন্টু

বক্তৃতা করছেন বিএনপির ভাইসচেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু -পূর্বকন্ঠ

কিশোরগঞ্জে বিএনপি’র
গণমিছিলে নেতৃত্ব দেন
আব্দুল আউয়াল মিন্টু

# নিজস্ব প্রতিবেদক :-
বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ ২৪ ডিসেম্বর শনিবার কিশোরগঞ্জ শহরে গণমিছিল করা হয়েছে। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশও হয়েছে। আজ বেলা ১২টার দিকে শহরের আখড়াবাজার এলাকা থেকে মিছিলটি শুরু হলে ঢাকা থেকে এসে এতে শরিক হন দলের কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। এসময় জেলা বিএনপি’র সভাপতি ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দও মিছিলে ছিলেন। মিছিলটি শহরের রথখলা মাঠে গিয়ে শেষ হলে সেখানে প্রতিবাদ সমাবেশ করা হয়। এসময় আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
জেলা বিএনপি’র সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন আব্দুল আউয়াল মিন্টু। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সহ-সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহজহারুল ইসলাম, সহ-সভাপতি রুহুল হোসাইন, শরীফুল ইসলাম, জালাল মোহাম্মদ গাউস, জাতীয়বাদী আনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, নাজমুল আলম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম সুমন, সালাহ উদ্দিন, জেলা যুবদল সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সুমন প্রমুখ।শান্তিপূর্ণ কর্মসূচি করতে দেওয়ায় গাড়ি থেকে হাত নেড়ে পুলিশদের ধন্যবাদ জানাচ্ছেন আব্দুল আউয়াল মিন্টু -পূর্বকন্ঠ

আব্দুল আউয়াল মিন্টু বলেন, আজ ব্যাংক সেক্টরকে ধ্বংস করে ফেলা হয়েছে। আজকে ডলারের দাম ৮৪ টাকা থেকে ১০৫ টাকা হয়েছে। তিনি দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, দলের ঢাকা দক্ষিণের সভাপতি আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী, যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুসহ সকল করাবন্দীর মুক্তি দাবি করেন। তিনি সরকারের পদত্যাগও দাবি করেন নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার আহবান জানান। সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি করেন। সভাশেষে গাড়িযোগে বিদায় নেওয়ার সময় আব্দুল আউয়াল মিন্টুর হাত নেড়ে কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জানান শান্তিপূর্ণ কর্মসূচী পালন করতে দেয়ার জন্য।
কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকল কর্মসূচী সম্পন্ন হলেও সমাবেশ থেকে জেলা বিএনপি’র সভাপতি শরীফুল আলম অভিযোগ করেন, কর্মসূচীতে আসার পথে ১৫ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। তবে সদর থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, একজনকেও গ্রেফতার করা হয়নি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *