• রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:৪০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সেমিনার ঐতিহ্যবাহী লাঠিখেলার এখন চলছে দুর্দিন র‌্যাবের হেফাজতে নারীর মৃত্যু সুরতহাল কেউ জানাচ্ছেন না ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ রোভার গ্রুপ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন কিশোরগঞ্জে পুকুর রক্ষার দাবিতে মহিলা পরিষদ মানববন্ধন করেছে আস্থা-৯৩ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ ভৈরবে র‌্যাব ক্যাম্পে নারীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছে না, থানায় অপমৃত্যু মামলা নবীনগরে ডা. শাহ আলম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ভৈরবে মেঘনা লাইফের মৃত্যুদাবির চেক প্রদান “হেলমেট নাই যার তেল নাই তার” বাস্তবায়নে মাঠে নেমেছে ভৈরব হাইওয়ে পুলিশ

বাজিতপুর ৭০ শতাংশ ভর্তুকিতে কম্বাইন হারভেস্টার পেল ১০ জন কৃষক

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে হাওর অধ্যুষিত ৬টি ইউনিয়নের ১০ জন কৃষক পেল ৭০ শতাংশ ভর্তুকিতে ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দী করার আধুনিক যন্ত্র কম্বাইন হারভেস্টার।
আজ ২১ ডিসেম্বর বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের মাধ্যেমে ১০ জন কৃষকের মাঝে ধান কাটার মেশিন কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে কম্বাইন হারভেস্টারের চাবি কৃষকদের হাতে তুলে দেন।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা. মোরশেদা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা এবিএম রকিবুল হাসান, বাজিতপুর থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান গোলনাহার ফারুক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইসরাফিল জাহান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, শ্রমিক সংকট কাটিয়ে দ্রুত ধান কেটে ঘরে তোলার সরকার লক্ষে ২০ থেকে ২২ লক্ষ টাকা ভর্তুকি দিয়ে ৯ থেকে ১০ লক্ষ টাকায় কম্বাইন হারভেস্টার দিচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা এবিএম রকিবুল হাসান বলেন, বাজিতপুরে হাওর অধ্যুষিত এলাকায় সবসময় ধান কাটার শ্রমিকের অভাব থাকে। সে কারণে সরকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে ১০ জন কৃষক ৭০ শতাংশ ভর্তুকিতে কম্বাইন হারভেস্টার মেশিন বরাদ্দ দিয়েছে। কৃষি যান্ত্রিকীকরণের ফলে শ্রমিক সংকট দূর হবে। অল্প টাকায় কৃষকের ধান ঘরে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *