• শনিবার, ১৮ মে ২০২৪, ০৯:২৮ অপরাহ্ন |
  • English Version

হোসেনপুরে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার দীপ্ত শপথে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে ৯ ডিসেম্বর শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।পরে শিক্ষার্থী, বিএনসিসি, রোভার সদস্যসহ বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহনে শোভাযাত্রা শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং উপজেলা প্রশাসন যৌথভাবে দিবসটি উদযাপন করে।
উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাশিতা-তুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, পুলিশ পরির্শদক (তদন্ত) আসাদুজ্জামান টিটু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম জহির রায়হান, প্রধান শিক্ষক কাজী আছমা বেগম, তাহমিনা রওশন সিদ্দিকী, বিশ্বজিৎ সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও হোসেনপুর মডেল প্রেক্লাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ জিয়াউর রহমান, তথ্যসেবা কর্মকর্তা সাবাহা খন্দকার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ। দেশের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে দুর্নীতি রোধ করতেই হবে। শুধু আর্থিক অনিয়মই নয়, দায়িত্বে অবহেলাও দুর্নীতি। আমাদের সবাইকে দুর্নীতির বিরদ্ধে সোচ্চার হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *