• রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:৫৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সেমিনার ঐতিহ্যবাহী লাঠিখেলার এখন চলছে দুর্দিন র‌্যাবের হেফাজতে নারীর মৃত্যু সুরতহাল কেউ জানাচ্ছেন না ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ রোভার গ্রুপ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন কিশোরগঞ্জে পুকুর রক্ষার দাবিতে মহিলা পরিষদ মানববন্ধন করেছে আস্থা-৯৩ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ ভৈরবে র‌্যাব ক্যাম্পে নারীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছে না, থানায় অপমৃত্যু মামলা নবীনগরে ডা. শাহ আলম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ভৈরবে মেঘনা লাইফের মৃত্যুদাবির চেক প্রদান “হেলমেট নাই যার তেল নাই তার” বাস্তবায়নে মাঠে নেমেছে ভৈরব হাইওয়ে পুলিশ

বাজিতপুরে ট্রেনের টিকিট কাউন্টারে নয়, মিলছে দোকানে

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুর ও সরারচর রেলস্টেশনের কাউন্টারে টিকিট পাচ্ছে না সাধারণ যাত্রীরা। তাদের অভিযোগ কাউন্টারে টিকিট না পাওয়া গেলেও স্টেশনের ভিতরে বাহিরে দোকান গুলোতে দ্বিগুণ-তিনগুণ দামে পাওয়া যাচ্ছে টিকিট। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে অতিরিক্ত টাকায় ট্রেনের টিকিট বিক্রি করছে ।
সরেজমিনে সরারচর রেল স্টেশনে গিয়ে দেখা যায়, বেশ কয়েকজন মধ্য বয়সী যুবক দাঁড়িয়ে আছে কাউন্টারের সামনে। তাদের একজনের সাথে কথা হয়, তিনি জানান স্ট্যান্ডিং টিকিট নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। দুদিন আগে তিনি টিকিট নিতে এসেছিলেন, তখন কাউন্টার মাস্টার সাফ জানিয়ে দেন টিকিট শেষ। দাঁড়িয়ে থেকে লাভ নেই ।
কথা হয় ঢাকা আসা যাওয়া করে শওক আলী খানের সাথে, তিনি জানান তিন চার বছর আগে ২০, ৫০ টাকা বেশি দিলে কাউন্টার টিকেট পাওয়া যেত । এখন আর কাউন্টার টিকিট মিলেনা, টিকিট পাওয়া যায় চা-পানের দোকানে ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাজিতপুরে দুটি স্টেশনের ৭৫ শতাংশ টিকিট বিক্রি হয় কালোবাজারিদের হাত দিয়ে । ভাগলপুর, সরারচর রেলওয়ে স্টেশনের কিছু অসাধু কর্মচারীর মাধ্যমে কাউন্টার টিকেট চলে যায় বাহিরে । কালোবাজারিরা অধিক মূল্য সে সব টিকেট বিক্রি করে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। নাম প্রকাশ না করার শর্তে ভাগলপুর রেলওয়ে এক কর্মচারী বলেন, একটি সংঘবদ্ধ চক্র রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিদিন স্টেশন থেকে বেশ কিছু টিকিট হাতিয়ে নেই। কখনো মাদ্রাসার ছাত্র দিয়ে কখনোবা এলাকার পোলাপান দিয়ে কাউন্টার থেকে টিকিট কেটে ২ থেকে ৩ গুন দামে বিক্রি করে ।
সরারচর রেল স্টেশন মাস্টার মো. সেলিম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রেনের টিকিট অর্ধেক অনলাইনের মাধ্যমে বিক্রি হয়। কালোবাজারিরা সেখান থেকে টিকিট সংগ্রহ করে দোকান দারে মাধ্যেমে বেশি দামে টিকিট বিক্রি করে। আমাদের রেলওয়ে কর্মকর্তা মো. শওকত জামিল মহসিন স্যার কিছুদিন আগে ১৬টি টিকেট সহ দোকানদার মো. জয়নাল আবেদীনকে আটক করে ।
টিকিট কালোবাজারির ব্যাপারে জানতে চাইলে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘রেলস্টেশন জিআরপি পুলিশের অধীনে। তারা চাইলে আমরা তাদের সহযোগিতা করবো। রেলস্টেশনের বাহিবে কোন দোকানে ট্রেনের টিকিট বিক্রির সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *