• শনিবার, ১৮ মে ২০২৪, ০৯:০৩ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে শুদ্ধ বাংলা বানান ও উচ্চারণ নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

বাংলা ভাষার কর্মশালায় প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করা হচ্ছে -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে শুদ্ধ বাংলা
বানান ও উচ্চারণ নিয়ে
কর্মশালা অনুষ্ঠিত

# নিজস্ব প্রতিবেদক :-

বাংলা ভাষার শুদ্ধ বানান ও উচ্চারণ বিষয়ে কিশোরগঞ্জে কর্মশালা হয়েছে। আজ ১৪ সেপ্টেম্বর বুধবার সকালে কালেক্টরেট সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে ‘সর্বস্তরে বাংলা ভাষা : শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব সামছুল আলম চৌধুরী। প্রমিত বাংলা ভাষা চর্চা বিষয়ক সংগঠন ‘ছায়ানীড়’ কর্তৃক পরিচালিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির উপদেষ্টা এম.এ মান্নান মানিক, আজীবন সদস্য অধ্যাপক মোহাম্মদ শামছুদ্দোহা এবং মূল আলোচক ছিলেন সংগঠনটির নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান।
বাংলা ভাষাকে বিশ্বের একটি অন্যতম সুন্দর ভাষা উল্লেখ করে কর্মশালায় বলা হয়, বাংলা ভাষার বানান রীতিতে ভারত ও বাংলাদেশে অনেকবার অনেক পরিবর্তন এসেছে। বর্তমানে বাংলা একাডেমির বানান রীতিকেই অনুসরণ করা উচিত বলে বক্তাগণ উল্লেখ করেন। কর্মশালায় বিভিন্ন বানানের প্রচলিত অশুদ্ধ রূপের পাশাপাশি শুদ্ধ রূপ তুলে ধরা হয়। বানান রীতির ব্যকরণও তুলে ধরা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে বাংলা ভাষার শুদ্ধ রূপ নিয়ে কাজ করার জন্য একটি করে ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *