• রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:৩৩ পূর্বাহ্ন |
  • English Version

আগাম বন্যার ধারণা নিতে কিশোরগঞ্জে ইউরোপীয়ান কমিশনের প্রতিনিধি দল

বক্তব্য রাখছেন ইউরোপীয়ান কমিশন কর্মকর্তা ডেভিড জাপ্পা -সংবাদ

আগাম বন্যার ধারণা নিতে
কিশোরগঞ্জে ইউরোপীয়ান
কমিশনের প্রতিনিধি দল

# নিজস্ব প্রতিবেদক :-

এবারের আগাম বন্যায় ক্ষয়ক্ষতি, বন্যা পরিস্থিতি মোকাবেলা, দুর্গতদের স্থানান্তর, নানামাত্রিক সহায়তার প্রয়োজনীয়তা সম্পর্কে অভিজ্ঞতা নিতে ইউরোপীয়ান কমিশন এবং ফাও (জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা) প্রতিনিধি দল কিশোরগঞ্জে এসেছে। প্রতিনিধি দলে ইউরোপীয়ান কমিশনের কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ব্যাংককে অবস্থিত এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক কার্যালয়ে কর্মরত দুর্যোগ প্রস্তুতির ধারণাগত বিশেষজ্ঞ ডেভিড জাপ্পা, বাংলাদেশস্থ ইউরোপীয়ান কমিশনের অফিস প্রধান আন্না অরলানদিনি, ব্যাংকক অফিস প্রধান মিশেল চিচিক, বাংলাদেশস্থ কার্যালয়ের প্রোগ্রাম অফিসার কেএম মুকিত বিল্লাহ এবং ফাও-এর প্রতিনিধি দলে রয়েছেন জাতীয় কর্মসূচী বিশষজ্ঞ সামছুন নাঈমা রাহমান ও তার সহকর্মিবৃন্দ।
তারা আজ ৭ সেপ্টেম্বর বুধবার বিকাল সাড়ে ৩টায় জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় ডেভিড জাপ্পা বিগত বন্যায় কিশোরগঞ্জে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, আশ্রয় কেন্দ্রগুলোতে কি পরিমাণ মানুষ আশ্রয় নিয়েছে, তাদের আশ্রয়কেন্দ্রে নেয়ার কি কি সুব্যবস্থা ছিল, আশ্রয় কেন্দ্রগুলোর পরিবেশ কেমন ছিল, দুর্গতদের কি ধরনের আর্থিক বা খাদ্য সহায়তার প্রয়োজন, স্থানীয়ভাবে এসব সমস্যা কিভাবে মোকাবেলা করা হয়েছে, আগামীতে বন্যা মোকাবেলায় কি কি উদ্যোগ নেয়া যেতে পারে, এসব নানা বিষয়ে খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চেয়েছেন। এসব প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম জেলার হাওরাঞ্চলে বন্যার পূর্বভাস প্রচার, এলাকাবাসীকে সতর্ক করা, আগাম বন্যা থেকে ফসল রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে বাঁধ নির্মাণ, দুর্গত পরিবারগুলোকে স্থানান্তরে পর্যাপ্ত নৌযান থাকা, দুর্গত এলাকায় খাদ্য সহায়তাসহ নানা রকম সহায়তা করাসহ জেলার হাওরাঞ্চলের ভূ-প্রাকৃতিক বর্ণনা ও অতীতের বিভিন্ন ভয়াবহ বন্যার চিত্র তুলে ধরেন। এবারের বন্যায় আক্রান্ত সবগুলো পরিবারকে আশ্রয় কেন্দ্রে নেয়া সম্ভব হয়নি জানিয়ে তিনি বলেন, নিরাপত্তার কথা চিন্তা করে বাড়িতে সহায়সম্পদসহ বাড়িটি অরক্ষিত রেখে অনেকেই আশ্রয় কেন্দ্রে যেতে চান না। তবে এবারের বন্যায় কিশোরগঞ্জে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। কিশোরগঞ্জ থেকে সাম্প্রতিক বন্যায় সিলেট-সুমাগঞ্জে বিভিন্ন ধরনের সহায়তা করা সম্ভব হয়েছে বলেও জেলা প্রশাসক জানিয়েছেন। তিনি কিশোরগঞ্জের হাওরাঞ্চলে আগামীতে বন্যাজনিত ক্ষয়ক্ষতি এড়াতে যথাসময়ে আগাম সতর্কবার্তা প্রচার, বাড়িঘরের উচ্চতা বৃদ্ধি, আশ্রয় কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করাসহ নানামাত্রিক প্রস্তুতির ধারণা তিনি তুলে ধরেছেন। মতবিনিময় সভায় বিগত বন্যায় পুলিশ বিভাগ এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে গৃহীত নানা রকম পদক্ষেপ নিয়ে বর্ণনা তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোস্তাক সরকার এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. লুৎফর রহমান। মতবিনিময় সভা থেকে পাওয়া তথ্য-উপাত্ত পর্যালোচনা করে ইউরোপীয়ান কমিশন বন্যা দুর্গতদের সহায়তা বিষয়ে আগামী দিনে পরিকল্পনা গ্রহণ করবে বলে প্রতিনিধি দল আভাস দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *