• শুক্রবার, ১০ মে ২০২৪, ০৩:২৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে নিরাপদ সড়ক চাই নিসচা ভৈরব শাখার পরিচয় পত্র বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠিত পাকুন্দিয়ায় নির্বাচনে ফলাফল কারচুপির অভিযোগ, ভোট পুনঃগণনার দাবি রেনু’র জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকীর আলোচনায় পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি কুলিয়ারচরে জিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ স্কুল ছাত্র খুনের আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার ঝড়ে বিভ্রাট লোডশেডিং কমে গেছে অটোরিকশা প্রতিটি ভোট কেন্দ্রই ফাঁকা দেখা গেছে আপডেট নিউজ ; ভৈরবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও বাজারের আধিপত্য নিয়ে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে আহত শতাধিক ভৈরবে জাইকার উদ্যোগে ড্রেন নির্মাণ কুলিয়ারচরে দ্বিতীয় ধাপে বেসিক কম্পিউটার ও সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত

কটিয়াদীতে পুরুষশূন্য বাড়িঘরে হামলা লুটপাট নারীদের সংবাদ সম্মেলন

লুটের শিকার ঘরের মেঝেতে বসে সংবাদ সম্মেলন করছেন পরিবারের নারীরা -পূর্বকণ্ঠ

কটিয়াদীতে পুরুষশূন্য
বাড়িঘরে হামলা লুটপাট
নারীদের সংবাদ সম্মেলন

# নিজস্ব প্রতিবেদক :-

কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের খিলাকান্দি গ্রামে পূর্ব বিরোধের জের ধরে পুরুষশূন্য বাড়িঘরে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে ব্যাপক লুটতরাজ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ১৪টি গরু, ২৩ ভরি স্বর্ণালংকার, নগদ ৪০ হাজার টাকা, মূল্যবাদ খাট, ওয়্যারড্রব, আইপিএস, ফ্যানসহ বিভিন্ন মূল্যবান সামগ্রি লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আদালতে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। আদালত থানাকে ঘটনার তদন্তের আদেশ দিয়েছেন। এরপরও বাড়িতে অবস্থান করা নারীরা আতঙ্কে রয়েছেন। ফলে পুরুষশূন্য বাড়িতে আতঙ্কিত নারীরা সংবাদ সম্মেলন করেছেন।
আজ ২০ আগস্ট শনিবার দুপুরে ক্ষতিগ্রস্ত মহিউদ্দিনের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে মোছা. রিক্তা, হানিফা আক্তার, আকলিমা আক্তার, জাহানারা প্রমুখ জানান, প্রতিবেশি আজিজুর রহমান বাদল, রুবেল মিয়া, ওমর ফারুকদের সঙ্গে পূর্ব বিরোধের জের ধরে কিছুদিন আগে পরিবারের নান্দু মিয়ার ছেলে অপুকে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। এ ঘটনায় অপুর চাচা মনির উদ্দিন বাদী হয়ে কটিয়াদী থানায় মামলা (নং ১৫(৪)২২) করেন। এর ১৫ দিন পর মনির উদ্দিনের ভাই আতাজুলকেও মারপিট করে আহত করে। বর্তমানে তিনি পঙ্গু অবস্থায় শয্যাশায়ী। এ ঘটনায়ও কটিয়দী থানায় মামলা (নং ৩১(৫)২২) মামলা করেছেন। এরপর থেকেই প্রতিপক্ষ খুনজখমসহ গ্রামছাড়া করার হুমকি দিয়ে আসছিল। মহিউদ্দিন এক সময় বিদেশ থাকতেন। বর্তমানে তার দুই ছেলে সৌদী আরব থাকে। ফলে তাদের বাড়িতে স্বর্ণালংকারসহ মূল্যবান আসবাবপত্র ছিল। এমতাবস্থায় গত ২৩ এবং ২৬ জুলাই পর পর দু’দিন হামলা চালিয়ে মহিউদ্দিন ও তাদের ভাইদের বাড়ি থেকে সাড়ে ৯ লাখ টাকা মূল্যের ১৪টি গরু, ১৩ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ২৩ ভরি স্বর্ণালংকার, নগদ ৪০ হাজার টাকা, ৪ লাখ টাকা মূল্যের চারটি খাট, ৮০ হাজার টাকা দামে ওয়্যারড্রব, ২০ হাজার টাকা দামের ৫টি ফ্যানসহ আসবাবপত্র লুট করে নিয়ে গেছে। পুকুরের মাছও লুট করে নিয়ে গেছে। জমি চাষ করতে পর্যন্ত দিচ্ছে না। পুরো বাড়ির সকল কক্ষই এখন খালি পড়ে আছে। এ ঘটনায় নজরুল ইসলাম বাদী হয়ে গত ২ আগস্ট তার আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম জুয়েলের মাধ্যমে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রফিকুল বারীর আদালতে দ্রুত বিচার আইনের ৪(১)/৫ ধারায় আজিজুর রহমান বাদল, শওকত আলী, রুবেল মিয়া, উমর ফারুক, আবু বকর সিদ্দিক, সুজন, আজিজুল হক জন্টু ও রিপনসহ ১৮ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা (নং ৪৩/২২) দায়ের করেছেন। বিচারক কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি তদন্তের আদেশ দিয়েছেন। এদিকে কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শাহাদাত হোসেনকে এ ব্যাপারে প্রশ্ন করলে এ বিষয়ে তদন্ত চলছে বলে তিনি জানিয়েছেন।
এদিকে মামলার প্রধান আসামি আজিজুর রহমান বাদল জানিয়েছেন, গত ১৭ জুলাই পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি গ্রামের লিটন (৩৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। যারা আমাদের বিরুদ্ধে মামলা করেছেন, তারা ওই হত্যা মামলার আসামি। বাঁচার জন্য নিজেরাই নিজেদের মালামাল সরিয়ে নিয়ে মিথ্যা লুটের মামলা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *