• রবিবার, ১৯ মে ২০২৪, ১২:০৮ পূর্বাহ্ন |
  • English Version

আবারো ভৈরব এসিল্যান্ডের নির্দেশনা, সড়কে ট্রাক রেখে মালামাল লোড-আনলোড করায় ৩ জনকে অর্থদণ্ড

# মিলাদ হোসেন অপু :-

আবারো ভৈরবে জনদূর্ভোগ লাগবের জন্য কড়া নির্দেশনা দিয়েছেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ। সেই সাথে পৌর শহরের বঙ্গবন্ধু সরণি সরকারি কেবি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে ট্রাক রেখে মালামাল লোড-আনলোড করায় তিনজন চালককে অর্থদণ্ড করা হয়েছে। আজ ১৩ আগস্ট শনিবার সকালে সড়কে ট্রাক রেখে মালামাল লোড-আনলোড করে জন চলাচলে বিঘ্ন ঘটানোর অপরাধে ৩ জনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এ বিষয়ে তিনি ভৈরববাসীকে নির্দেশনা দিয়ে বলেন, সকলের জ্ঞাতার্থে আবারো বলছি, দুর্জয় মোড় থেকে শুরু করে বাজারের মধ্যে কোথাও সকাল ৮টা থেকে রাত ৯টার মধ্যে ট্রাক বা মালবাহী কোনো লরি থেকে মালামাল লোড- আনলোড করা যাবেনা। যানবাহন রাস্তার মধ্যে রেখে জন চলাচলে বিঘ্ন ঘটানো যাবে না। রাস্তার মধ্যে ইট, বালু, সিমেন্ট বা অন্য কোনো কিছু রেখে দেয়া যাবে না। দুর্জয় মোড় সংলগ্ন সকল রাস্তা-ফুটপাত দখলমুক্ত রাখতে হবে, ইউনিয়নসহ সকল সড়কের পাশে বা বাজারের মধ্যে গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা সরিয়ে ফেলতে হবে। এছাড়া তিনি আরো বলেন নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তাই হতাশ না হয়ে পাশে থাকুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *