• রবিবার, ১৯ মে ২০২৪, ০১:২৮ পূর্বাহ্ন |
  • English Version

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কিশোরগঞ্জে গণতন্ত্রী পার্টির সমাবেশ

বক্তব্য রাখছেন গণতন্ত্রী পার্টির সভাপতি ভূপেন্দ্র ভৌমিক দোলন -পূর্বকণ্ঠ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির
প্রতিবাদে কিশোরগঞ্জে
গণতন্ত্রী পার্টির সমাবেশ

# নিজস্ব প্রতিবেদক :-

সার ও জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতির প্রতিবাদে কিশোরগঞ্জে গণতন্ত্রী পার্টি সমাবেশ করেছে। আজ ১০ আগস্ট বুধবার বিকালে শহরের কালিবাড়ি সংলগ্ন সৈয়দ নজরুল ইসলাম চত্বরে জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন, জেলা কমিটির সহ-সভাপতি গিয়াস উদ্দিন খান মিল্কী, সহ-সভাপতি হাবিবুর রহমান মুক্তু, সহ-সভাপতি অধ্যক্ষ ব্রজেন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান, সহ-সম্পাদক আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট অনুপম দেবনাথ, সম্পাকদম-লীর সদস্য অলক ভৌমিক, জেলা জাতীয় যুব ঐক্যের সভাপতি অ্যাডভোকেট রূপক রঞ্জন রায়, বীরমুক্তিযোদ্ধা ফারুক আহমেদ, জেলা কমিটির সদস্য বিলকিস বেগম রোজি, আনোয়ারা বেগম, ডা. স্বপন ভৌমিক, তাড়াইল উপজেলা কমিটির সভাপতি আজিজুল হক, করিমগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আবুল মনসুর লনু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নানক, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আশরাফ আলী প্রমুখ।
বক্তাগণ বলেন, যে স্বপ্ন নিয়ে একাত্তরে ৩০ লাখ মানুষ জীবন দিয়েছিল, ২ লাখ মা-বোন চরম ত্যাগ স্বীকার করেছিলেন, সেই স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি। আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ খেটে খাওয়া মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে উঠছে। কৃষি দেশের অর্থনীতির মেরুদ-। অথচ আজকে সার ও ডিজেলের মূল্য বাড়িয়ে চাষাবাদ ব্যবস্থাকে ব্যয়বহুল করে কৃষক ও কৃষিকে হুমকির মুখে ঠেলে দেয়া হয়েছে। এছাড়া পেট্রোল অকটেনের দাম বাড়িয়ে দেয়ার কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে আগুন লেগেছে। প্রতিটি পণ্যের দাম বেড়ে গেছে। এভাবে স্বল্প ও নির্দিষ্ট আয়ের মানুষ দারিদ্র সীমার নীচে চলে যাবে। পাশাপাশি ঘন ঘন লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা বিঘিœত হওয়াসহ সাধারণ মানুষের জীবনযাপন কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। বক্তাগণ সার-জ্বালানি তেল এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবি জানিয়েছেন। সেই সঙ্গে বঙ্গবন্ধু প্রণীত ’৭২ সনের সংবিধান পুনঃপ্রবর্তন, ঘুষ-দুর্নীতি বন্ধ, লুটেরা ধনিক গোষ্ঠীর লুটপাট ও সিন্ডিকেট ব্যবসা বন্ধের দাবি জানানো হয়েছে। স্বাধীনতা বিরোধী মৌলবাদী চক্রের সকল ষড়যন্ত্র কঠোর হস্তে দমনের দাবি জানানো হয়েছে। কিশোরগঞ্জ পৌর এলাকায় যানজট নিয়ন্ত্রণ এবং রাস্তাঘাট সংস্কারেরও দাবি জানানো হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং অস্ত্র বাণিজ্য রুখে দাঁড়ানোরও দাবি জানানো হয়েছে। এছাড়া বিশ্বব্যাংক ও আইএমএফ-এর ফাঁদে পা না দেয়ার জন্য সরকারকে সতর্ক থাকার দাবি জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *