• শুক্রবার, ১০ মে ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে নিরাপদ সড়ক চাই নিসচা ভৈরব শাখার পরিচয় পত্র বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠিত পাকুন্দিয়ায় নির্বাচনে ফলাফল কারচুপির অভিযোগ, ভোট পুনঃগণনার দাবি রেনু’র জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকীর আলোচনায় পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি কুলিয়ারচরে জিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ স্কুল ছাত্র খুনের আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার ঝড়ে বিভ্রাট লোডশেডিং কমে গেছে অটোরিকশা প্রতিটি ভোট কেন্দ্রই ফাঁকা দেখা গেছে আপডেট নিউজ ; ভৈরবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও বাজারের আধিপত্য নিয়ে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে আহত শতাধিক ভৈরবে জাইকার উদ্যোগে ড্রেন নির্মাণ কুলিয়ারচরে দ্বিতীয় ধাপে বেসিক কম্পিউটার ও সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত

ভৈরবে বিভিন্ন দাবিতে নিসচাই কর্মীদের পৌর মেয়রের সাথে মতবিনিময়

# মো. আলাল উদ্দিন :-

ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনুর সাথে স্থানীয় ১২ দফা দাবি নিয়ে মতবিনিময় করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার একটি প্রতিনিধিদল।
৮ আগস্ট সোমবার রাতে সংগঠনটির সভাপতি এসএম বাকী বিল্লাহর নেতৃত্বে পৌর মেয়রের অফিসকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় তারা এলাকাবাসীর সুবিধার্থে ১২ দফা দাবি তুলে ধরে সেইগুলি দ্রুত বাস্তবায়নে পৌর মেয়রের বাস্তবমূখি পদক্ষেপ কামনা করেন।
দাবিগুলির মধ্যে রয়েছে, রিকশা, অটোরিকশা, বিভাটেক, সিএনজি চালকদের প্রশিক্ষণ প্রদানসহ এ সকল যানবাহনের ভাড়া নির্ধারণ করা, পৌর বাসটার্মিনালের আধুনিকায়ন, প্রয়োজনীয় যাত্রী ছাউনি নির্মাণ, রিকশা, অটোরিকশা, সিএনজির জন্য নির্ধারিত স্ট্যান্ড তৈরি করা, জনবহুল গুরুত্বপূর্ণ এলাকায় পাবলিক টয়লেট নির্মাণ, পৌর শহরের যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, শহরের সড়ক সমূহের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ, শহরের নিরাপত্তা বিধানে গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি স্থাপন, গুরুত্বপূর্ণ সড়কে কমিউনিটি পুলিশিং কার্যক্রম শুরু করা, ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড়ের পরিস্কার পরিচ্ছন্নতা বিধান করা এবং শহরের গুরুত্বপূর্ণ চত্বরগুলিতে বেসরকারি ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে যানজট নিরসনে উদ্যোগ গ্রহণ করা।
এইসব লিখিত দাবির পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে এ সময় মুক্ত আলোচনায় অংশ নেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন, সহ-সভাপতি মনিরুজ্জামান ময়না, সহ-সাধারণ সম্পাদক তাহমিনা কায়সার, সাংগঠনিক সম্পাদক প্রভাষক ইমরান হোসেন প্রমুখ।
পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু উত্থাপিত দাবি সমূহের প্রতি সমর্থন ও একাত্মতা পোষণ করে সেগুলি বাস্তবায়নে যথা সম্ভব দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে আশ্বাস দেন।
মতবিনিময় সভায় এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক শাহ আলম জনি, প্রচার সম্পাদক দোলন আক্তার সাধনা, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক বশির আহমেদ বিপ্লব, সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক শাখাওয়াত হোসাইন বাবুল, যুব বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ।
কার্যকরি সদস্য লোকমান সরকার, বিল্লাল হোসেন মোল্লা, মো. আল আমিন সৈকত, মো. জিল্লুর রহমান, মো. নূরুজ্জামান, মাহিন সিদ্দিকী, মো. নজরুল ইসলাম, আশরাফুল আলম, মো. হাবিবুর রহমান, কাজী রাকিবুল আলম।
সাধারণ সদস্য লতিফা হেলেন মুক্তা, মো. নাইম মিয়া, শামসুল হক মামুন, শ্যামলী বেগম, এমএ বাকী বিল্লাহ, মো. নাজমুল হক, মো. জুয়েল মিয়া, শাহীনা আক্তার, শাহীন সুলতানা, শারমীন সুলতানা, ঝরনা আক্তার, জেসমিন বেগম ও শহীদুল্লাহ কায়সার প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *