• রবিবার, ১৯ মে ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে পূর্ব শত্রুতায় গভীর রাতের সংঘর্ষে তারাবির ইমামসহ আহত ৮

কিশোরগঞ্জে পূর্ব শত্রুতায় গভীর রাতের
সংঘর্ষে তারাবির ইমামসহ আহত ৮

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে তারাবির জামাতের ইমামসহ উভয় পক্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এলাকাবাসী জানায়, সরকার ১২ জনের বেশি তারাবির জামাতে নামাজ না পড়ার নির্দেশনা দিলে সদর উপজেলার বড়ইতলা গ্রামের মসজিদে জামাত না পরার সিদ্ধান্ত নেন এলাকাবাসী। এর পরিবর্তে গ্রামের বিভিন্ন বাড়িতে ছোট ছোট জামাতে তারাবির নামাজের সিদ্ধান্ত নেন।
মসজিদের সম্পাদক কুতুব উদ্দিন জানিয়েছেন, গ্রাম্য মিমাংশার পর এলাকার কালামের বাড়ি, বন্দের বাড়ি এবং নয়াবাড়িসহ বিভিন্ন বাড়িতে ছোট ছোট জামাতে তারাবির নামাজ চালু হয়েছিল। কালামের বাড়ির জামাতে ইমামতি করতেন তার ছেলে হাফেজ মিজানুর রহমান (২২)। মিজানুর রহমান সাভারের একটি মসজিদে ইমামতি করতেন। করোনা সঙ্কটের কারণে তিনি বাড়ি চলে এসেছেন। তবে একটি সূত্র জানিয়েছে, আবুল কালাম ও এলাকার মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের পরিবারের মধ্যে পূর্ব থেকেই বিরোধ চলে আসছিল। ফলে বুধবার গভীর রাতে কালামের বাড়ির গেটের লাইট ভেঙে নিয়ে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে আবুল কালাম, তার দুই ছেলে হাফেজ মিজানুর রহমান ও রায়হান, কালামের ভাই সবুজ ও চাচাত ভাই আবুল কাশেম এবং অন্যপক্ষে মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের ছেলে মামুন ও রুমন আহত হন। সংঘর্ষের খবর পেয়ে সদর মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক এসআই পল্লব সরকারের নেতৃত্বে পুলিশ পাঠিয়ে আহতদের উদ্ধার করে শহরের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। এসআই পল্লব সরকার জানিয়েছেন, উভয় পক্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *