• রবিবার, ১৯ মে ২০২৪, ০৮:২৯ পূর্বাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে হোটেল বন্ধ রোজায় ফলের ব্যবসা

কিশোরগঞ্জে হোটেল বন্ধ
রোজায় ফলের ব্যবসা

# মোস্তফা কামাল :-

করোনা সঙ্কটের কারণে কিশোরগঞ্জ শহরের সকল হোটেল-রেস্তোঁরা বন্ধ। এখন রমজান মাস। এই মাসে প্রতিটি হোটেল ব্যস্ত থাকতো মুখরোচক সব ইফতার সমিগ্রি তৈরিতে। নিজেরা হোটেলের সামনে নানা রকমের পদ সাজিয়ে বিক্রি করতো। আবার বিভিন্ন ইফতার পার্টিতে সরবরাহও করতো। দুপুর গড়াতেই হোটেলের সামনে হালিম, চিকেন ফ্রাই, কাবাব, জিলাপি, ছোলা, বেগুনি, মুড়ি, বুন্দিয়া, আলুর চপ, সবজি চপ, কাটলেট, পেয়াঁজুসহ নানা রকম লোভনীয় পদের পসরা সাজানো হতো। আর বিকাল থেকেই রোজাদার মানুষদের ভীড় লেগে যেত যার যার পছন্দের পদ কেনার জন্য। এমনকি অন্য ধর্মের মানুষেরাও এই মাসটাতে ইফতার পণ্য কেনার জন্য হোটেলের সামনে ছুটে যেতেন। বিশেষ করে ভিন্ন ধর্মের ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠানে হোটেলের পদ দিয়ে ইফতারের আয়োজন করতেন। আবার হোটেলের ভেতর বসেও প্রচুর মানুষ ইফতার করতেন। কিন্তু এবারের দৃশ্যপট ভিন্ন। করোনা ঝুঁকির কারণে সব হোটেলই এখন বন্ধ। ইফতার সামগ্রির চিরচেনা দৃশ্যও এবার নেই। হোটেলের দরজাই বন্ধ। অগত্যা বিভিন্ন হোটেলের সামনে ইফতারের বিকল্প পণ্য খেজুর, কলা, আনারস, বেল, পেঁপেসহ নানা রকম ফলমূল, লেবু, ধনে পাতা ইত্যাদির পসরা সাজিয়ে বসেছেন হোটেল ব্যবসায়ীরা। এখন অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ। ফলে আবাসিক বাসিন্দারা এখন বাসাবাড়িতেই ইফতার সামগ্রি তৈরি করে নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *