• রবিবার, ১৯ মে ২০২৪, ১০:৪৯ পূর্বাহ্ন |
  • English Version

করোনা সংক্রমণের এই সময়ে কিশোরগঞ্জে আনারস বিক্রি বেড়েছে

করোনা সংক্রমণের এই সময়ে
কিশোরগঞ্জে আনারস বিক্রি বেড়েছে

# মোস্তফা কামাল :-

করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে স্বাস্থ্য বিভাগসহ পুষ্টি বিশেষজ্ঞরা এখন ভিটামিন-সি সমৃদ্ধ ফলসহ টক জাতীয় ফল বেশি করে খাওয়ার পরামর্শ দিচ্ছেন। মানুষের মাঝেও এখন আনারস, লেবু, টমেটো, কাঁচা আম, আমড়া, অরবড়ইসহ বিভিন্ন টক জাতীয় ফল এবং সবজি খাওয়ার প্রবণতা রেড়েছে। বিশেষ করে এখন কিশোরগঞ্জের সর্বত্র আনারসের ব্যাপক আমদানি চোখে পড়ার মত। কেউ স্থায়ী ফলের দোকানে বিক্রি করছেন, কেউ রাস্তার ধারে বসে বিক্রি করছেন, আবার অনেকেই রিক্সাভ্যান দিয়ে বিভিন্ন পাড়া-মহল্লায় ফেরি করে বিক্রি করছেন। ছোট আকারের এসব আনারস খেতে বেশ মিষ্টি। ৮০ টাকা থেকে ১০০ টাকা হালি বিক্রি হচ্ছে। কোন দোকানি বলছেন এসব আনারস শ্রীমঙ্গল থেকে এসেছে, আবার কেউ বলছেন টাঙ্গাইলের মধুপুর থেকে এসেছে। একরামপুর এলাকার ফলের আড়তদাররা এসব আনারস আমদানি করছেন। তাদের কাছ থেকে খুচরা বিক্রেতারা কিনে নিয়ে ভোক্তাদের কাছে বিক্রি করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *