• শনিবার, ১৮ মে ২০২৪, ১০:৩৮ অপরাহ্ন |
  • English Version

পাকুন্দিয়ায় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

রাজন সরকার, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

‘ভূমি অফিসে না এসে, ভূমি সেবা গ্রহণ করুন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভূমি সেবা সপ্তাহ ২০২২ পালিত হয়েছে। ২২ মে রোববার দুপুরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ভূমি সেবা সপ্তাহ ২০২২ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী’র সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তানিয়া সুলতানা।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান হারুন অর রশিদ জুয়েল, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, উপজেলা সাব-রেজিনস্ট্রার মহসিন উদ্দিন আহম্মেদ, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মো. হাদিউল ইসলাম, সাংবাদিক মুঞ্জুরুল হক মুঞ্জু প্রমুখ।সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার স্বাগত বক্তব্যে বলেন, ইতিমধ্যে মন্ত্রণালয় কর্তৃক নির্দেশনা পেয়ে সকল শ্রেণিপেশার মানুষদের জন্য ভূমি বিষয়ক সেবা নিশ্চিত করতে উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিস কাজ করে যাচ্ছে। বর্তমানে শতভাগ ই-নামজারী, ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিষ্ট্রেশন কার্যক্রম চলছে।
অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী ভূমিহীনদের হাতে আনুষ্ঠানিকভাবে দলিল হস্তান্তর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *