• শুক্রবার, ১০ মে ২০২৪, ০১:২৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে নিরাপদ সড়ক চাই নিসচা ভৈরব শাখার পরিচয় পত্র বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠিত পাকুন্দিয়ায় নির্বাচনে ফলাফল কারচুপির অভিযোগ, ভোট পুনঃগণনার দাবি রেনু’র জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকীর আলোচনায় পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি কুলিয়ারচরে জিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ স্কুল ছাত্র খুনের আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার ঝড়ে বিভ্রাট লোডশেডিং কমে গেছে অটোরিকশা প্রতিটি ভোট কেন্দ্রই ফাঁকা দেখা গেছে আপডেট নিউজ ; ভৈরবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও বাজারের আধিপত্য নিয়ে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে আহত শতাধিক ভৈরবে জাইকার উদ্যোগে ড্রেন নির্মাণ কুলিয়ারচরে দ্বিতীয় ধাপে বেসিক কম্পিউটার ও সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত

আজ সাংবাদিক ও সংগঠক আলাল উদ্দিনের শুভ জন্মদিন

# আফসার হোসেন তূর্জা :-

নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী পরিষদের সদস্য, ভৈরব রিপোর্টাস ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক, ভৈরব অনলাইন নিউজ ক্লাবের সভাপতি, দৈনিক পূর্বকণ্ঠ নির্বাহী সম্পাদক সংগঠক মো. আলাল উদ্দিন এর আজ শুভ জন্মদিন।
জন্মদিন উপলক্ষে আজ ১০ মে মঙ্গলবার সন্ধ্যায় নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার নিজস্ব কার্যালয়ে কেক কাটা, দোয়া মাহফিল ও নৈশভোজের আয়োজন করেছে নিসচা’র সহযোদ্ধারা।
সাংবাদিক মো. আলাল উদ্দিন প্রায় দুই যুগ যাবৎ সড়ক আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি বিভিন্ন সময়ে নিরাপদ সড়ক চাই এর কেন্দ্রীয় কমিটির নানা পদে অধিষ্ঠিত থেকে সুনামের সহিত দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি ভৈরব উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করছেন। এ কারণে তিনি বিভিন্ন সময়ে জাতীয় সাংগঠনিক সম্মাননাসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হন। এছাড়া তিনি বাংলাদেশ মানবাধিকার কমিশন ভৈরব পৌর শাখার সাধারণ সম্পাদক, প্রথম আলো ভৈরব বন্ধুসভার উপদেষ্টা, পিঠা উৎসব উদযাপন পরিষদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। জন্মদিন উপলক্ষে গতরাত বারোটার পর থেকেই ফেসবুকে, মেসেঞ্জারে, ইমুতে, মোবাইল নাম্বারে ফোন করে বিভিন্ন মহলের লোকজন অভিনন্দন জানিয়েছেন এবং নিসচা পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনসহ বিভিন্ন অনুষ্ঠানমালার কর্মসূচী রয়েছে বলে জানিয়েছেন মো. আলাল উদ্দিন। অনুষ্ঠানটি খুবই স্বল্প পরিসরে ও ঘরোয়া ভাবে করার কথাও জানান তিনি। সবাইকে অনুষ্ঠানে দাওয়াত দিতে পারে নাই বলে দুঃখ প্রকাশ করেছেন নিসচা ভৈরব শাখার আয়োজকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *