• শনিবার, ১৮ মে ২০২৪, ০৮:১৬ অপরাহ্ন |
  • English Version

ভৈরবে পল্লী জাগরণী সংঘের ইফতার ও দোয়া মাহফিল

# মো. আল আমিন টিটু :-

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’-এই মহান ব্রতকে সামনে রেখে ভৈরবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল শনিবার ভৈরবের একটি রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অর্ধশতাধিক এতিম ও কোরআনের হাফেজদের সঙ্গে নিয়ে উপজেলার ৭টি ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক লোকজন এই ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি আকরাম খান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ড. মোশতাক আহমেদ বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি জাকির হোসেন কাজল, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা আক্তারুজ্জামান খোকা, ভৈরব উপজেলা যুবলীগ আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান অলিউল ইসলাম অলি, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাদেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার মো. সাফায়েত উল্লাহ, সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হক, শহীদুল্লাহ কায়সার কলেজ প্রতিষ্ঠাতা ও গজারিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ কায়সার, কাইসার আহমেদ ভূঁইয়া, শিমুলকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া (রিপন), কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. লিটন মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান ফজলুল কবির, শিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মিজানুর রহমান কবির, উপজেলা আওয়ামী লীগ সহ-প্রচার সম্পাদক মোশাররফ হোসেন মুসা, সাদেকপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রদীপ, শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আবুল বাশার, ভৈরব ব্যাংকার্স এসোসিয়েশন সভাপতি আব্দুস সালাম প্রমুখ।
এছাড়াও উপজেলার ৭ ইউনিয়ন ভিত্তিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন পল্লী জাগরণী সংঘের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সাবেক সভাপতি মো. রাজু আহমেদ, বর্তমান কমিটির সভাপতি আকরাম হোসেন রুবেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *