• শনিবার, ১৮ মে ২০২৪, ০৫:২৫ অপরাহ্ন |
  • English Version

মিঠামইনের স্কাউট ক্যাম্পে দুর্যোগ মোকাবেলা বিষয়ে স্কাউট সদস্যদের প্রশিক্ষণ

দুর্যোগ মোকাবেলার প্রশিক্ষণে সাবক্যাম্প-১ এর সদস্যদের সুশৃংখল সমাবেশ -পূর্বকণ্ঠ

মিঠামইনের স্কাউট ক্যাম্পে
দুর্যোগ মোকাবেলা বিষয়ে
স্কাউট সদস্যদের প্রশিক্ষণ

# নিজস্ব প্রতিবেদক :-

গতকাল ২৭ মার্চ রোববার থেকে মিঠামইন সদরে মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজ মাঠে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৩য় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্প। সেখানে রোভার স্কাউটদের দু’টি ক্যাম্পের এক হাজার সদস্যকে নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও ব্যবস্থাপনা সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আজ ২৮ মার্চ সোমবার সাবক্যাম্প-১ এর ৫শ’ সদস্যকে অগ্নি নির্বাপন, ঘূর্ণিঝড়ে আত্মরক্ষা ও উদ্ধার তৎপরতা এবং সিলিন্ডার গ্যাসের অগ্নিকাণ্ডসহ ছোটখাট ধরনের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের নানা কলাকৌশল দেখানো হয়।
গতকাল বিকালে রাষ্ট্রপতি ও চীফ স্কাউট মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে এই ক্যাম্পের কার্যক্রম উদ্বোধন করেন। এই স্কাউট ক্যাম্পকে কেন্দ্র করে হাওর উপজেলা মিঠামইনে একটি উৎসবের আমেজ বিরাজ করছে। এই ক্যাম্প স্থানীয়দের মধ্যে বেশ কৌতুহলের জন্ম দিয়েছে। তারা প্রথমবারের মত এ ধরনের একটি বর্ণিল উৎসবমুখর কার্যক্রমে বেশ উদ্বেলিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *