বিশ্ব ডেন্টিস্ট দিবস উপলক্ষে কিশোরগঞ্জ ডেন্টাল সার্জনস ফোরাম আজ ৬ মার্চ সকালে শোভাযাত্রা, শিক্ষার্থীদের ফ্রি চিকিৎসা ও সায়েন্টিফিক সেমিনার করেছে। শহরের জেনারেল হাসপাতাল চত্বর থেকে শোভাযাত্রা বের করে সরকারী বালক বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের বিনামূল্যে দাঁতের চিকিৎসা প্রদান করা হয়। এছাড়া শহরের হোটেল ক্যাসেল সালামে দন্ত চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে সায়েন্টিফিক সেমিনার করা হয়। জেলা ডেন্টাল সার্জনস ফোরামের সভাপতি ডা. সন্দীপ দত্ত রায়ের সভাপতিত্বে এসব কর্মসূচীতে জেলা বিএমএ সভাপতি ডা. মাহবুব ইকবাল, জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, জেলা বিএমএ সম্পাদক ডা. এমএ ওয়াহাব বাদল, ডেন্টাল সার্জনস ফোরামের সাধারণ সম্পাদক ডা. নওশাদ কায়সার পাঠান, ডা. ফারুক আহমেদ প্রমুখ অংশ নেন।