ঢাকা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত কিশোরগঞ্জ জোনের ছাত্রীদের আন্তঃকলেজ ফুটবল ফাইনালে কিশোরগঞ্জ সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজ দল নরসিংদী সরকারী কলেজ দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলার প্রথমার্ধে একমাত্র গোলটি করেন রাত্রি। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন রিপেল হাসান, আর লাইনসম্যান ছিলেন আবুল কাশেম ও আব্দুল আউয়াল। আজ ৬ মার্চ রোববার দুপুরে জেলা শহরের সরকারী গুরুদয়াল কলেজ মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। বোর্ডের পক্ষ থেকে কিশোরগঞ্জ, টাঙ্গাইল ও নরসিংদী জেলা সমন্বয়ে কিশোরগঞ্জ জোন গঠন করা হয়েছে। খেলাশেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দল এবং উভয় দলের প্রত্যেক খেলোয়াড়ের মাঝে ট্রফি ও সনদ বিতরণ করেন খেলাধুলা পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক জাকিরুল ইসলাম আকন্দ। এছাড়া গতকাল শনিবারও একই মাঠে সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজ দল হ্যান্ডবলে নরসিংদীর শহীদ আসাদ মহিলা কলেজ দলকে ৬-১ গোলের ব্যবধানে পরাজিত করে কিশোরগঞ্জ জোনে চ্যাম্পিয়ন হয়েছে।