কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউপি কার্যালয়ের সামনে মোটরসাইকেল আরোহী এক গৃহবধূ একটি কাভার্ড ভ্যানের চাপায় মারা গেছেন। সদর মডেল থানার ওসি মো. দাউদ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কটিয়াদী উপজেলার বণগ্রাম বালিরা এলাকার সুমন মিয়ার স্ত্রী সোমা আক্তার (২৮) আজ ৫ মার্চ শনিবার বিকালে জেলা শহর থেকে ডাক্তার দেখিয়ে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে প্রিমিয়ার সিমেন্ট কোম্পানীর কাভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে সদর থানার এসআই চন্দন কুমার পাল ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যান এবং চালক পটুয়াখালী সদরের আবুল হোসেনের ছেলে আল মামুনকে আটক করেছেন। আর নিহতের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।