কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সরকারি গুরুদয়াল কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস সাকাউদ্দিন আহমেদ রাজনের মা সুলতানা রাজিয়া (৭০) আজ ৫ মার্চ শনিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার মরদেহ জেলা শহরের খরমপট্টি এলাকার বাসায় নিলে রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণির মানুষ তার বাসায় ছুটে যান। আজ বাদ মাগরিব শহরের শহীদি মসজিদে জানাজা শেষে শোলাকিয়া এলাকার বাগে জান্নাত গোরস্থানে তাকে দাফন করা হয়।