মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর অবদান, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা নিয়ে জেলা পরিষদ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে। আজ ৫ মার্চ শনিবার সকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপ-সচিব মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে জেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান, বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজলসহ বীরমুক্তিযোদ্ধা জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নাসির উদ্দিন ফারুকী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বাছির উদ্দিন ফারুকী ও আব্দুল মান্নান, বীরমুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, জেলা পরিষদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বোরহান উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা সাব্বির আহমেদ মোস্তফা মানিক, বীরমুক্তিযোদ্ধা ডা. ছিদ্দিক হোসাইন, বীরমুক্তিযোদ্ধা এবি সিদ্দিক, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল ও সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু।
স্বাধীনতার পটভূমি তৈরি ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে বীরমুক্তিযোদ্ধাগণ বঙ্গবন্ধুর অবিসংবাদিত নেতা হয়ে ওঠার পেছনে বর্ণাঢ্য ও ঝুঁকিপূর্ণ রাজনৈতিক জীবনের নানা দিক বিশ্লেষণ করেন। তারা বলেন, বঙ্গবন্ধুর অস্তিত্ব মিশে আছে দেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং স্বাধীন দেশের অস্তিত্বের সঙ্গে। বঙ্গবন্ধুকে এগুলি থেকে আলাদা করার কোন সুযোগ নেই। তারা বলেন, বঙ্গবন্ধুর কৃতিত্বকে খাটো করার জন্য কোন ষড়যন্ত্র আর মিথ্যাচারই প্রতিষ্ঠা পাবে না। একটা বিরাট সময় বঙ্গবন্ধুকে আড়াল করে রাখার চেষ্টা করা হয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হয়েছে, মুক্তিযোদ্ধাদের কোণঠাসা করে রাখার চেষ্টা করা হয়েছে। মুক্তিযোদ্ধারা নিজের পরিচয় দিতে ভয় পেতেন। তবে বাংলাদেশকে আর কখনও পাকিস্তান বানানো যাবে না বলে সকল বক্তাই দৃঢ়তার সঙ্গে ঘোষণা দেন। তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করার জন্য আহবান জানিয়েছেন।
মুক্তিযোদ্ধারা নিজেদের ছাত্র রাজনীতি থেকে শুরু করে মুক্তিযুদ্ধে গমন, প্রশিক্ষণ গ্রহণ এবং সম্মুখ সমরে অংশ নেওয়ার বিভিন্ন লোমহর্ষক ঘটনার বর্ণনা দেন। বর্ণনা দেন কোথায় কোথায় যুদ্ধ করতে গিয়ে সহযোদ্ধাদের হারিয়েছেন। আবার হানাদার আর তাদের দোসর রাজাকারদের কিভাবে পর্যুদস্ত করেছেন, তাদের গেরিলা হামলায় কিভাবে শত্রুপক্ষের সদস্যরা প্রাণ হারিয়েছে। অনুষ্ঠানে জেলা পরিষদের পক্ষ থেকে উপস্থিত মুক্তিযোদ্ধাদের উপহার সামগ্রী দিয়ে সম্মানিত করা হয়েছে। শেষে শিল্পী আবুল হাসেম ও তার দল গণসঙ্গীত পরিবেশন করে।