• শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন দোকানপাটে হামলার জেরে মাদক ব্যবসায়ীর বাড়িতে গ্রামবাসীর আগুন ভৈরবে জলাবদ্ধতায় অর্ধশতাধিক পরিবারের ভোগান্তি, রাস্তা সংস্কারের আশ্বাস ইউএনওর ইটভাটা মালিক সমিতির ৩০তম সাধারণ সভা কিশোরগঞ্জ বিএনপির সম্মেলন সভাপতির মনোনয়ন ৫০ হাজার সাধারণ সম্পাদক ৩০ হাজার টাকা ভৈরবে ৪৩ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও সহায়ক উপকরণ প্রদান কটিয়াদীতে ভাঙা সেতুর কারনে হাজার হাজার মানুষের চলাচলে দুর্ভোগ ডাকসু-জাকসু নির্বাচনে শেখ হাসিনার ইঞ্জিনিয়ারিংকেও হার মানিয়েছে …….. মোনায়েম মুন্না খালেদা জিয়া সাড়ে ৬ বছর জেল খেটেছেন দলটা ধবংস করবেন না …… মোনায়েম মুন্না ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা আগামী ১৬ সেপ্টেম্বর

তিন নোটারি পাবলিকের সনদ বাতিল করা হলেও বাল্যবিয়ে বন্ধ হচ্ছে না

পপি’র অ্যাডভোকেসি সভায় বক্তব্য রাখছেন সদরের ইউএনও মোহাম্মদ আলী সিদ্দিকী -পূর্বকণ্ঠ

তিন নোটারি পাবলিকের
সনদ বাতিল করা হলেও
বাল্যবিয়ে বন্ধ হচ্ছে না

# নিজস্ব প্রতিবেদক :-

এফিডেভিটের মাধ্যমে বয়স বাড়িয়ে বাল্যবিয়েতে সহায়তা করার দায়ে আইন মন্ত্রণালয় বছর তিনেক আগে কিশোরগঞ্জের তিন নোটারি পাবলিকের সনদ বাতিল করেছে। এরপরও কোন কোন নোটারি পাবলিক সংযত হননি। এখনও কেউ কেউ এফিডেভিটের মাধ্যমে বাল্যবিয়েতে সহায়তা করে যাচ্ছেন বলে কাজীসহ বিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন বক্তা একটি বাল্যবিয়ে সংক্রান্ত আলোচনা সভায় অভিযোগের সুরে জানিয়েছেন।
বেসরকারী সংস্থা পপি’র নারী ও কিশোরীর প্রতি সহিংসতা প্রতিরোধ প্রকল্প (একাত্ম) আজ ৩ মার্চ বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ সভা কক্ষে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিয়ে রোধে অংশীজনের করণীয় শীর্ষক অ্যাডভোকেসি সভার আয়োজন করে। পপির জেলা সমন্বয়য়ক মুহাম্মদ ফরিদুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকীসহ আলোচনা করেন বিশেষ অতিথি মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মামুন-অর রশিদ, সদর থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহদাত হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হুমায়ুন কবীর আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মোছা. নিয়ামুন্নাহার, যশোদল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার খায়রুল ইসলাম, বিন্নাটি ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার একে ফজলুল হক, মারিয়া ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার সাইফুল ইসলাম, বাল্যবিয়ে প্রতিরোধ আন্দোলনের কর্মি আফতাব উদ্দিন মাস্টার, হেনা আক্তার, স্বপন মিয়া, আলমগীর, আবু তাহের, ওয়াহিদুল ইসলাম, মো. রাসেল ও রিতা আক্তারসহ নিজের বাল্যবিয়ে বন্ধকারী দু’জন কিশোরী।
সভায় বক্তাগণ বলেন, করোনার আগে বিদ্যালয়ের ছাত্রীদের বাল্যবিয়ে হলে সহজে খবর জানা যেত। তাৎক্ষণিক পদক্ষেপ নেয়া সম্ভব হতো। কিন্তু করোনার সময় যখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল, চলাফেরায় যখন কঠোর বিধিনিষেধ ছিল, তখন গোপনে অনেক বাল্যবিয়ে হয়ে গেছে। বিদ্যালয় খোলার পর দেখা গেছে, শ্রেণীকক্ষে অনেক ছাত্রী অনুপস্থিত। খোঁজ নিয়ে জানা গেছে, তাদের বিয়ে হয়ে গেছে। এসব ক্ষেত্রে কিছু অসাধু কাজী বিকল্প কাবিননামার কাগজ তৈরি করে বিয়ে দিয়েছেন। কিছু বাল্যবিয়ে এফিডেভিটের মাধ্যমে হয়েছে। কিছু বাল্যবিয়ে বাধার মুখে তাৎক্ষণিক হতে না পারলেও পরবর্তীতে গোপনে বা অন্যত্র নিয়ে বিয়ে দিয়েছে। বাল্যবিয়ের কুফল সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে। নারী নির্যাতনের অনেক ঘটনা ঘটে বাল্যবিয়ের পলস্বরূপ। একটু ভাল ছেলে পেলেই অপ্রাপ্ত মেয়েকে বিয়ে দিতে নেই। গরিব হলেই শিশুকালে একটি মেয়েকে বোঝা মনে করে বিয়ে দিয়ে দিতে নেই। শেষ পর্যন্ত ওই মেয়ে গরিব বাবার বোঝা হয়ে আবার ফিরে আসে। মেয়েকে একটু কষ্ট করে লেখাপড়া করালে, বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে বৃত্তিমূলক প্রশিক্ষণ দিলে সে নিজের পায়ে দাঁড়াতে পারে। তখন সে পরিবারের যেমন দায়িত্ব নিতে পারে, সম্মান নিয়ে বাঁচতেও পারে বলে বক্তাগণ অভিমত ব্যক্ত করেন। সভাটি সঞ্চালনা করেন একাত্ম প্রকল্প কর্মকর্তা তৌহিদুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *