• শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিকলীতে পপির উদ্যোগে ডিজিটাল লিটারেসি কর্মশালা কুলিয়ারচরে মোটরসাইকেল কিনতে টাকার বায়না, যুবকের আত্মহত্যা কুলিয়ারচরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে থানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত বাজিতপুর উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন দোকানপাটে হামলার জেরে মাদক ব্যবসায়ীর বাড়িতে গ্রামবাসীর আগুন ভৈরবে জলাবদ্ধতায় অর্ধশতাধিক পরিবারের ভোগান্তি, রাস্তা সংস্কারের আশ্বাস ইউএনওর ইটভাটা মালিক সমিতির ৩০তম সাধারণ সভা কিশোরগঞ্জ বিএনপির সম্মেলন সভাপতির মনোনয়ন ৫০ হাজার সাধারণ সম্পাদক ৩০ হাজার টাকা ভৈরবে ৪৩ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও সহায়ক উপকরণ প্রদান কটিয়াদীতে ভাঙা সেতুর কারনে হাজার হাজার মানুষের চলাচলে দুর্ভোগ

ভৈরবে সংকট দেখিয়ে চড়া দামে তেল বিক্রি

প্রতীকী ছবি।

# আফসার হোসেন তূর্জা :-

ভৈরবে হঠাৎ করেই ভোজ্যতেলের সংকট দেখা দিয়েছে। দোকানগুলোতে মিলছে না পর্যাপ্ত পরিমান সয়াবিন তেল। আর যাও মিলছে তা আবার বিক্রি হচ্ছে চড়া দামে। ব্যবসায়ীরা বলছে তাদের মজুদে নেই সয়াবিন তেল। তবে ক্রেতারা বলছেন দোকান থেকে তেল সরিয়ে অন্যত্র মজুদ করে রেখেছে ব্যবসায়ীরা। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ জনগণ।
আজ ৩ মার্চ বৃহস্পতিবার সরেজমিনে ভৈরব বাজারের দোকানগুলোতে গিয়ে সয়াবিন তেলের সংকটের বিষয়টি লক্ষ্য করা গেছে। যে কয়টি দোকানে রয়েছে সেখানেও তেল রয়েছে কিছু পরিমানের।
ভৈরব চকবাজারের রূপচাঁদা তেলের ডিলার মদিনা স্টোরের মালিক জানান, আন্তর্জাতিকভাবেই তেলের দাম বাড়ছে। এছাড়া কোম্পানি থেকেই সাপ্লাই নেই। আর যা কিনে আনি তাও চড়া দামে কিনতে হচ্ছে। এতে করে এমআরপি মূল্যে বিক্রি করলেও আমাদের লস হবে। তবুও গায়ের মূল্যেই তেল বিক্রি করছি।
রাণীর বাজারে আরেক ব্যবসায়ী কালু মিয়া বলেন, ৫ লিটার তেলের গায়ের মূল্য ৮০০ টাকা। কিন্তু এই দামে বিক্রি করলে হয়, না তাই ৮৫০ টাকা করে বিক্রি করতে হচ্ছে।
বাজারে সয়াবিন তেলের সরবরাহ না থাকার কথা জানিয়ে রাণীর বাজারের কামাল স্টোরের মালিক জানান, বাজারে খোলা তেলের দাম এক থেকে ২ হাজার টাকা বেশি। বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। কোম্পানি তেল দেয় না। ১০ কার্টন তেল চাইলে আমাদের দুই কার্টন তেল দেয়। তেল থাকলে তো বিক্রি করব। তেলই নাই।
তেল কিনতে আসা সালাম মিয়া নামে এক ক্রেতা জানান, প্রতিবারের মতো তেল কিনতে বাজারে আসলাম। কিন্তু বাজারে এসে পড়েছি বিপাকে। এক তো তেলের দাম বেশি তার উপর গায়ের মূল্যের চেয়ে আরো বেশি রাখছে। দোকানিদের কাছ থেকে পাঁচ লিটারের একটি বোতল ৮৫০ টাকায় নিয়েছি; যা আগে ছিল ৭৫০ টাকা।
আরেক ক্রেতা বলেন, দোকানে সয়াবিন তেল রয়েছে। কিন্তু কেউ সঠিক মূল্যে বিক্রি করছে না। দাম বাড়িয়ে বললে বিক্রি করছে ব্যবসায়ীরা। আমি ১৬০ টাকার লিটারের তেল ১৮০ টাকা করে দুই লিটার কিনেছি।
এছাড়া দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ার অভিযোগ করে ক্রেতারা বলেন, এ রকম দফায় দফায় তেল বা যেকোনো জিনিসের দাম যদি অহেতুক বাড়ে, অযৌক্তিকভাবে বাড়ে, তাহলে সেটা অবশ্যই আমাদের জন্য অসহনীয়। অস্বাভাবিকভাবে দাম বাড়ার কারণে আমরা আগে যে পরিমাণ কিনতাম, তার তুলনায় কম কিনতে হচ্ছে।
অপরদিকে রমজানের একমাস আগেই সয়াবিন তেল উধাও হওয়াতে কপালে ভাঁজ পড়েছে ভোক্তাদের। দ্রব্য মূল্য সিন্ডিকেটের কবলে পড়ছে মনে করে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রসাশনের হস্তক্ষেপ চান ভোক্তারা।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, কেউ যদি কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে হয়রানি করতে চায়, তাহলে আমরা সে বিষয়টি যাচাই বাছাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *