কিশোরগঞ্জ জেলা পরিষদ ২০২১-২২ অর্থবছরে কোভিড-১৯ মোকাবেলায় জেলার ৪টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে ৩১টি উচ্চ ক্ষমতার অক্সিজেন সিটিন্ডার দিয়েছে। বুধবার (২ মার্চ) জেলা পরিষদ চত্বরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১৩টি, আর ভৈরব, বাজিতপুর ও নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৬টি করে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে সিলিন্ডার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান।