কিশোরগঞ্জে জেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ৪র্থ জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ ২ মার্চ বুধবার সকালে শহরের পুরাতন স্টেডিয়ামে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর একটি সুসজ্জিত শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট সম্মেলন কক্ষে ‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’ প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত কর্মকর্তাগণ -পূর্বকণ্ঠ
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকার, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মো. নূরে আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শিহাব উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ প্রাপ্ত বয়স্ক সবাইকে ভোটার হবার আহবান জানান এবং জাতীয় ও স্থানীয় প্রতিটি নির্বাচনে যার যার ভোটাধিকার প্রয়োগের নাগিরক দায়িত্ব পালনেরও আহবান জানান।