কিশোরগঞ্জের কুলিয়ারচরে পদবী বদল ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে উপজেলা ও ভূমি অফিসের মাঠ প্রশাসন কর্মচারীদের অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতি পালনের দ্বিতীয় দিন আন্দোলনে মাঠে রয়েছে। ১ মার্চ মঙ্গলবার সকাল থেকে কুলিয়ারচর উপজেলা প্রশাসন ভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতি ও দাবি বাস্তবায়নে আন্দোলনে নামেন মাঠ প্রশাসন কর্মচারীরা।
আন্দোলনের দ্বিতীয় দিন ২ মার্চ বুধবার দুপুরে আন্দোলনরত মাঠ প্রশাসনের কর্মচারীরা বলেন, আমাদের বিগত সময়ের আন্দোলনের প্রেক্ষাপটে গতবছর ২৪ জানুয়ারি পদোন্নতি দেওয়ার ব্যাপারে নীতিগত অনুমোদন দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর এক বছরের বেশি সময় ধরে ঝুলে আছে সেই পদোন্নতি প্রক্রিয়া। অর্থ মন্ত্রণালয়ে আটকে যাওয়া মাঠ প্রশাসনের সংস্কার। পুরোনো আমলের পদবী আর নিম্ন গ্রেডের বেতনে কাজ করছেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মচারীরা। অতি শীঘ্রই তাদের এই দাবি বাস্তবায়ন না হলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আরও কঠোর আন্দোলন এবং দাবি বাস্তবায়নের আগ পর্যন্ত আন্দোলন চলমান রাখারও হুশিয়ারি দেন তারা।