• শনিবার, ১৮ মে ২০২৪, ১১:৫১ অপরাহ্ন |
  • English Version

৭ দিন ব্যাপী ভৈরবে ২৫তম একুশে বইমেলার উদ্বোধন করলেন নাজমুল হাসান পাপন

# মিলাদ হোসেন অপু :-

মায়ের মুখের ভাষা, বাংলার জয় গাঁথা- এ শ্লোগানকে সামনে রেখে ভৈরবে ৭ দিন ব্যাপী ২৫তম বইমেলার উদ্বোধন করা হয়ছে। আজ ২০ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যা ৬টায় ভৈরব সরকারি কেবি পাইলট মডেল হাইস্কুল মাঠে এই মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন। বইমেলা পরিষদের সভাপতি আতিক আহমেদ সৌরভ এর সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. গোলাম মোস্তফা, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর, সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের একান্ত সচিব সাখাওয়াত উল্লাহ, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ প্রমুখ।
ভৈরব বইমেলা পরিষদের ব্যানারে ২৪টি বইমেলার আয়োজন করা হয়েছে। এবার ২৫তম বইমেলাটি রজত জয়ন্তী বছর হিসেবে বিশেষভাবে বইমেলা উদযাপন করা হচ্ছে। এবার বইমেলায় ২৫টি স্টল রাখা হয়েছে। স্টল ছাড়াও মেলায় মঞ্চে প্রতিদিন গ্রন্থ আলোচনা, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, নাটক, আবৃত্তি, গুরুজন সম্মাননা প্রদান, স্কুল কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে সাহিত্য সংস্কৃতিসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনায় ছিলেন বইমেলা পরিষদ সাধারণ সম্পাদক সুমন মোল্লা।
উদ্বোধন শেষে মেলায় স্টল ঘুরে দেখেন প্রধান অতিথি আলহাজ্ব নাজমুল হাসান পাপন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *