• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে শুরু হয়েছে ৩ দিনব্যাপী যাত্রা উৎসব

‘অন্ধ গলির বন্দি পাখি’ যাত্রা পালার একটি দৃশ্য -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে শুরু হয়েছে
৩ দিনব্যাপী যাত্রা উৎসব

# নিজস্ব প্রতিবেদক :-

বাংলার হাজার বছরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কর্মযজ্ঞ যাত্রা শিল্পকে শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্ত করার অঙ্গীকারে ‘মানবতার অবক্ষয়, নৈতিক স্খলন রোধে সংস্কৃতি গর্জন’ শ্লোগান নিয়ে কিশোরগঞ্জে শুরু হয়েছে ৩ দিনব্যাপী যাত্রা উৎসব। বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ জেলা শাখার উদ্যোগে গতকাল ৬ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা মিলনায়তনে সংগঠনের জেলা কমিটির সভাপতি মোনায়েম হোসেন রতনের সভাপতিত্বে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এমএ আফজাল। উৎসবের উদ্বোধন করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ভূপেন্দ্র ভৌমিক দোলন। কালেক্টরেটের লাইব্রেরিয়ান সারোয়ার আহম্মদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা জ্ঞাপন করেন বিশিষ্ট ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান। আলোচনা শেষে মঞ্জিল ব্যানার্জি রচিত যাত্রাপালা ‘অন্ধ গলির বন্দি পাখি’ মঞ্চস্থ করা হয়। বিপুল সংখ্যক দর্শক শ্রোতা যাত্রাপালাটি উপভোগ করেন।

যাত্রা উৎসবের মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ -পূর্বকণ্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *